চব্বিশের ভোট নিয়ে বিহারে রাজনৈতিক তরজা তুঙ্গে

banner

#Pravati Sangbad Digital Desk:

বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে অষ্টমবার শপথ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন নীতিশ কুমার। নাম না করে তাঁর খোঁচা, ২০১৪ সালে জিতছেন। কিন্তু ২০২৪ এর ভোটে জিততে পারবেন তো? গর্জে উঠেছে তাঁর দল। নতুন সরকাররের শপথের পর তাঁরা জানিয়েছেন সিবিআই - ইডিকে ভয় করি না। বিহারে জেদিইউ,আরজেদি, কংগ্রেস, বাম সহ সাত বিজেপি বিরোধী দলের নয়া মহাজোট সরকারের যাত্রা শুরু হলো এদিন। ফের এনডিএ ছেড়ে লালুপ্রসাদ যাদববের দলকে সঙ্গী করায় নীতিশের ভাবমূর্তি, চরিত্র ও সরকাররের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে গেরুয়া শিবির। যদিও দুপুর এ রাজ্যপাল চৌহানের কাছে শপথ নেওয়ার পর যাবতীয় জল্পনা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন ,' মহাজোট সরকার খুব মসৃণ ভাবেই চলবে। '
এরপরই যে মোদির বিরোধিতা করে বিজেপির সঙ্গত্যাগ, তাঁকে একহাত নেন নীতিশ। সরাসরি বলেন ,২০১৪ সালে যাঁরা ক্ষমতায় এসেছিলেন, ২০২৪ এ ও তাঁরা জয় পাবেন তো? ২০২৪ সালের জন্য ' আমি সমস্ত বিরোধী কে একজোট হতে আহ্বান জানাবো ।' একইসঙ্গে পরবর্তী প্রধানমন্ত্রীর দৌড়ে থাকার জল্পনা এদিন নস্যাৎ করেছেন তিনি। বিজেপির সঙ্গে জোট ভাঙার পর এ বিষয়ে চর্চার ঝড় ছিলো তুঙ্গে। কিন্তু জেডিইউ সুপ্রিমোর সাফ কথা,' আমি এধরনের কোনও পদের লড়াইয়ে নেই।' রাজভবনে শপথ নিতে যাওয়ার আগে এদিন সকালে আরজেডি প্রধান লালুপ্রসাদকে ফোন করেন নীতিশ। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের । মহাজোট এ শামিল হওয়ার জন্য জেডিইউ নেতাকে স্বাগত জানান লালু। তাঁর ছেলে তেজস্বী যাদব এদিন বিহারের উপ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী রাজেশ্রী , মা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং ভাই তেজপ্রতাপ। রাজভবন থেকে বেড়িয়ে নীতিশের ডেপুটি বলেন,' সারা দেশের যা করা উচিৎ , বিহার তা করে দেখিয়েছে।
বিজেপি আঞ্চলিক দলগুলিকে শেষ করে দিতে চাইছে। বিহারের নতুন মন্ত্রিসভায় বিজেপির হতে থাকা দপ্তরগুলির প্রায় সবই আরজেডিক দেওয়া হবে বলে জানা যাচ্ছে। কংগ্রেস পেতে পারে তিনটি দপ্তর প্রাথমিক ভাবে স্থির হয়েছে প্রথম সম্প্রসারণএ ৩৫ জনের মন্ত্রিসভা করা হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Rima Mondal

Related News