নীরজ, সিন্ধুদের থেকে শিখতে চায় হরমনপ্রীতরা

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রথম বার ভারতের মহিলা ক্রিকেট দল কমনওয়েলথ গেমস খেলতে নামবে। সেখানে টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারদের উপরই ভরসা রাখছেন হরমনপ্রীত কৌর। ২৮ জুলাই থেকে শুরু কমনওয়েলথ গেমস। ভারতের প্রথম ম্যাচ ২৯ জুলাই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে হরমনপ্রীত বলেন, “অলরাউন্ডার খুব প্রয়োজন। দলে যদি এমন ব্যাটার থাকে যে বল করতে পারে, তা হলে বোলারদের উপর চাপ কমে যায়। যত বেশি বোলার পাওয়া যাবে, তত ভাল।” তিনি আরো বলেন,  “অস্ট্রেলিয়ার মতো দল সব সময়ই কঠিন প্রতিপক্ষ। আমরা ইতিবাচক মনোভাব নিয়েই নামব। সব ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।” ভারতের মহিলা দলের কোচ রমেশ পাওয়ার বলেন, “যদি সুযোগ পাই সিন্ধু এবং নীরজের সঙ্গে দেখা করব। ওরা দু’জন সাফল্যের মাপকাঠিটা অনেক উঁচু করে দিয়েছে। ওদের অনুশীলন সম্পর্কে জানতে চাইব, এই ধরনের প্রতিযোগিতায় ওরা কী ভাবে সেটা বুঝতে চাইব। অসংখ্য মানুষের চাপ যে ভাবে ওরা সামলায় সেটা প্রশংসাযোগ্য। দল হিসাবে ওদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে চাইব।”

পাওয়ার আরো বলেন, “প্রথম এই ধরনের প্রতিযোগিতায় খেলতে নামছি। এত বড় একটা প্রতিযোগিতায় মেয়েদের সামনে সুযোগ নিজেদের প্রতিভা মেলে ধরার। সারা বিশ্বকে বলতে পারব মেয়েদের ক্রিকেটও অন্য ধরনের খেলায় অংশ নিতে পারে। ক্রিকেটার হিসাবে আমিও দেখেছি অলিম্পিক্স এবং কমনওয়েলথে দেশের পতাকা উড়তে। আমাদের কাছেও সেই সুযোগ এসেছে। নিজেদের সেরাটা দিয়ে দেশকে গর্বিত করতে চাই।” একই সুর অধিনায়কের গলাতেও। হরমনপ্রীত বলেন, “এই প্রতিযোগিতা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা পদক জয়ের জন্য খেলব। ছোটবেলা থেকে এই ধরনের প্রতিযোগিতা দেখে বড় হয়েছে। এ বার সুযোগ এসেছে এত বড় একটা প্রতিযোগিতায় অংশ নেওয়ার। ভবিষ্যতেও এমন সুযোগ পাওয়ার আশা করছি।”প্রসঙ্গত, ভারতীয় দল এই মুহূর্তে রয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে এক মহিলা ক্রিকেটার করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Samata Chakraborty

Related News