বাংলা ফের বঞ্চনার শিকার

banner

#Pravati Sangbad Digital Desk:

বাংলা ফের বঞ্চনার শিকার!এবার স্বাধীনতার ৭৫ বছর এর উদযাপন ও হতে দেখা গেলো বৈঠক এ। মোদি র তরফে কোনো বিশেষ উদ্যোগ দেখা গেলো না, পাওয়ায়ানাদার দের টাকা মেটানোর উদ্দেশ্যে। এবার প্রধানমন্ত্রী র ডাকা বৈঠক এ কোনো বক্তব্য রাখতে দেওয়া হলো না মমতা বন্দোপাধ্যায় কে, যার জন্য ক্ষোভে ফেটে পড়লেন তিনি। শনিবার অনেক বিশ্বস্ত সূত্র মারফৎ জানা গেছে এই খবর টি। স্বাধীনতা সংগ্রাম এ বাংলা র যে অভূতপূর্ব অবদান তা অস্বীকার করা যায় না কোনো ভাবে। এর পরেও এদিন "আজাদি কা অমৃত মহৎসব" পালনের জাতীয় কমিটির বৈঠক এ আমন্ত্রিত বাংলার মুখোমন্ত্রির কাছ থেকে কোনও প্রস্তাব বা পরামর্শ নেওয়া হয় নি।অপর পক্ষে ১৫-২০ দিন আগে অস্থায়ীভাবে বাংলার রাজ্যপাল পদে নিযুক্ত করা হয়েছে লা গনেশ কে। তাছাড়া ও তাকে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়েছে।   এভাবে নেত্রীকে বৈঠকে ডেকে' অপমানের অভিযোগ আনা হয়েছে। এই বিষয় টি নিয়ে ক্ষুব্ধ সারা তৃণমূল মহল।এটি নিয়ে সরব হতে দেখা গেছে তৃণমূল সুপ্রিমো কে। তিনি বিজেপি কে এ ব্যাপারে কোন ঠাসা করতে চায় বলে এমন টাই জানা গেছে। এদিন প্রধানমন্ত্রী র সাথে মুখ্যমন্ত্রী এর আবারও সাক্ষাৎ হবে বলে জানা গেছে। আজ রবিবার, নীতি আয়োগের কাউন্সিল এর ১৭ তম বৈঠক এও একত্রিত হবেন মোদী - মমতা। আজ রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টার এ এই বৈঠক টি সম্পর্ণ হবে। সূত্রের খবর, রবিবার দুপুর ৩টের বিমানে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Rima Mondal

Related News