স্টোরেজ ফুল? তাতেই সমস্যা জিমেইলে? সমাধান জেনে নিন

banner

#Pravati Sangbad Digital Desk:

অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ফোনে যতই স্টোরেজ থাকুক না কেন তা নিয়ে সমস্যা চলতেই থাকে জিমেইলও এর ব্যতিক্রমী নয় বিভিন্ন সাইট থেকে আসা মেইল দরকারি মেইল ,  পার্সোনাল মেইল , অফিসিয়াল মেইল নিত্যদিন জমতে থাকায় ফুল হয়ে যায় জিমেইলের স্টোরেজ এর ফলে বার্তা আদান-প্রদানে অসুবিধা হয়। কিন্তু কয়েকটি সহজ স্টেপের মাধ্যমে আপনি নিজেই পারবেন জিমেলের স্টোরেজ ক্লিয়ার করে সেটি খুব সহজভাবে ব্যবহার করতে


এর জন্য নিজের ফোনে জিমেইল অ্যাপটি খুলতে হবে তারপরে অ্যাপেল স্ক্রিনের ডানদিকে যে আইকন থাকে সেই প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে এই অপশনে যাওয়ার পরেই ক্লাউড নামে একটি অপশন নজরে আসবে তড়িৎজনিত সমস্যার সমাধান আনবে এই ক্লাউড অপশনটি কোথায় কত স্টোরেজ রয়েছে এবং কত স্টোরেজ দখল হয়ে বসে আছে সেটি দেখা যাবে এর মাধ্যমে স্টোরেজ সংক্রান্ত একটি গ্রাফও দেখতে পারবেন ইউজাররা এরপর এখান থেকে ক্লিন আপ স্টোরেজ অপশনে যেতে হবে সেখান থেকেই স্টোরেজ ম্যানেজার টুলের সাহায্যে স্টরেস হ্যান্ডেল করা যাবে এই অপশনে গিয়ে লার্জ আইটেমে যে সব বড় ফাইল আছে সেগুলি অতি সহজেই ডিলিট করা যাবে  .ার্জ াইলের ীচের পশনে েলে আরো অন্যান্য  ফাইলের বিস্তারিত  পেয়ে যাবে ইউজাররা বড় ফাইল ডিলিট  করলে অনেক  স্পেস ক্লিন হওয়ার  পাশাপাশি  অন্যান্য ফাইল সম্পর্কেও বিস্তারিত  জানা যাবে

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : sagarika chakraborty

Related News