মাত্র কয়েক ঘণ্টার ব্যাবধান, রামদিনের পরেই অবসর ঘোষণা লেন্ডি সিমন্সের

banner

#Pravati Sangbad Digital :

আন্তর্জাতিক ক্রিকেটকে অবসর জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক দীনেশ রামদিন, ঠিক কিছুক্ষণ পরেই আরও এক তারকার অবসরের খবর। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান লেন্ডি সিমন্স কিছুক্ষণের মধ্যেই জানান তাকেও আর দেখা যাবে যা আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে, শুধুতাই নয় এই দুই তারকার অবসরকে আরও একটু রং লাগিয়েছে ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকস এর একদিনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘটনা। যা ক্রিকেট প্রেমীদের রীতিমতো হতবাক করেছে। বেন স্টোকস এদিন জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বীরুধে আসন্ন সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলেই অবসর নেবেন তিনি।

অন্যদিকে লেন্ডি সমন্সের কথা বলতে গেলে, এক কোথায় বলতেই হয় আন্তর্জাতিক ক্রিকেট জীবনে এই রকম চমকপ্রদ কেরিয়ার খুব কম জনেরই হয়, জোড়া টি-২০ বিশ্বকাপ জয়ের খেতাব তার নামেই। অবশেষে ১৬ বছরে রঙিন ক্রিকেট কেরিয়ারে দাঁড়ি টেনেছেন তিনি। ইতিহাসের পাতার দিকে তাকালে দেশের জার্সিতে ৬৮টি টি-২০ ম্যাচে ১২৫৭ রান, ৬৮টি একদিনের ম্যাচে ১৯৫৮ রান, ৮টি টেস্টে ২৭৮ রান। যদিও এই সংখ্যা গুল অন্যান্য ক্রিকেট তারকাদের তুলনাই অনেকটাই কম, কিন্তু ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করেছেন তিনি। গত টি-২০ বিশ্বকাপে শেষবারের মতো দেশের হয়ে ময়দানে নামতে দেখা গিয়েছিলো তাকে, সেটাই ছিল তার ক্রিকেট কেরিয়ারের শেষ ম্যাচ। অন্যদিকে ২০১৫ এবং ২০১৭ সালে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে আইপিএল জেতানোর পেছনে যথেষ্ট অবদান রয়েছে সিমন্সের। তবে এবার স্মৃতি আঁকরে থাকার পালা, ময়দান থেকে চিরবিদায় নিয়েছেন তিনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News