কিউয়ি বধের স্বপ্ন ভঙ্গ ভারতের

banner

#Pravati Sangbad Digital Desk:

গত  বৃহস্পতিবার কানপুরের গ্রিনপার্ক ময়দানে শুরু হওয়া ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আজ অন্তিম দিন ছিল। আর এই অন্তিম দিনেই ভারতের স্বপ্ন ভঙ্গ করল কিউয়ি বোলার রাচিন রবীন্দ্র। ঘরের মাঠে কিউয়িদের শায়েস্তা করতে রাহানের অবলম্বন তিন স্পিনার অক্ষর, অশ্বিন আর জাদেজা। প্রথম ইনিংসে এই তিন জনে নিউজিল্যান্ডের ৯ উইকেট দখল করে। চতুর্থ দিনের শেষে দ্বিতীয় ইনিংসের শুরুতে অশ্বিন অবশ্য নিউজিল্যান্ডের ওপেনিং জুটি ভাঙতে সক্ষম হয়েছেন। অবশ্য টেস্টের শেষ দিনে অশ্বিন দাঁড়িয়ে হরভজন সিং এর রেকর্ডটা নিজের নামে করার জন্য, আর মাত্র একটা উইকেট নিলে তিনি হবেন  ভারতের তৃতীয় সর্বচ্চো টেস্ট উইকেট গ্রহণ করা বোলার।


পঞ্চম দিনের খেলা শুর মাঠে নামলেন টম লাথাম আর উইল সামারভিল, বোলিং করতে নামে অশ্বিন। ১০ ওভার ব্যাট করে কিউয়িদের খাতাই ১৮ রান ১ উইকেট হারিয়ে, টম লাথাম ২৪ বলে ৮ রান আর উইল ৩০ বলে ৬ রান। তখন ২০ ওভার দ্বিতীয় ইনিংসে ৫০ রান খাতাই তোলে কিউয়ি জুটি। নিউজিল্যান্ডের স্কোর ৫২, ১ উইকেট হারিয়ে। শেষ দিনের সকালে উইলকে নিয়ে লড়ে যাচ্ছেন টম লাথাম। ৩০ ওভারে স্কোর দাড়াই ৬৩, ১ উইকেটের বিনিময়ে। শেষ দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত কোন উইকেট দখল করতে পারেনি ভারত। লাথামের স্কোর ৯৬ বলে ৩৫ রান, উইলের স্কোর ১০৯ রানে ৩৬ রান। নিউজিল্যান্ডের স্কোর ২০৫, ১ উইকেটের বিনিময়ে। লাঞ্চের বিরতির পরেই লাথাম উইল জোট ভাঙলেন উমেশ যাদব। উমেশ যাদবের বলে আউট হলেন উইল সামারভিল, ৩৬ রানে আউট উইল। নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ৭৯ রান ২ উইকেটের বিনিময়ে। ক্রিজে নতুন ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। ৪০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ৮৭, ২ উইকেটের বিনিময়ে। টম লাথাম ৪২ রানে দাঁড়িয়ে।


অবশেষে ৪৭তম ওভারে নিউজিল্যান্ড ১০০ রানের গণ্ডি পার করলো, স্কোর দাঁড়ালো ১০১। আগের ম্যাচে লাথাম তার শতরান থেকে অল্পের জন্য ছিটকে যান, তবে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করলেন লাথাম, ১৩৮ বলে লাথামের স্কোর ৫২। ৫১ ওভারে কিউয়িরা ১১১ রানে এসে দাঁড়িয়েছে, ৩ উইকেট হারিয়ে। উইলিয়ামসন ১৪ রানে অপরাজেয়। অবশেষে ৫৪ ওভার ২ বলে অশ্বিন টপকে গেলেন হরভজন সিংকে। টেস্টে তার উইকেট সংখ্যা দাড়াই ৪১৮। অশ্বিনের দাপটে মাঠ ছাড়তে বাধ্য হলেন টম লাথাম। রান করেছিলেন ১৪৬ বলে ৫২।  ৫৪ ওভার ২ বলে নিউজিল্যান্ডের স্কোর ১১৮, ৩ উইকেটের বিনিময়ে। মাঠে এলেন কিউয়ি ব্যাটসম্যান রস টেলর। ৬৩তম ওভারে রস টেলর জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে কিউয়িদের ড্রেসিং রুমে ফিরে ফেলেন রস টেলর, তার পরিবর্তে মাঠে নামলেন হেনরি নিকোলাস। সিরিজ জেতার জন্য নিউজিল্যান্ডের দরকার ১৫৯ রান আর ভারতের দরকার আরও ৬ উইকেট। চায়ের বিরতির পর ১২৬ রানে পৌঁছে নিউজিল্যান্ড তার পঞ্চম উইকেট হারাই, অক্ষর প্যাটেলের বলে ১ রান করে ফিরে যান হেনরি। এর কিছুক্ষনের মধ্যেই আরও একটি বড় উইকেট জয় ভারতের, জাদেজার স্পিনে আউট উইলিয়ামসন। ১১২ বলে ২৪ রান করে ফিরে যান তিনি। নিউজিল্যান্ডের হয়ে মাঠে নামলেন রাচিন রবীন্দ্র। ৭৫ ওভারের শেষে কিউয়িদের স্কোর ১৩৫ রান ৬ উইকেটের বিনিময়। ম্যাচ নিজেদের পকেটে পুরতে আরও ২৯ ওভার ব্যাট করতে হবে কিউয়িদের। ৭৮ তম ওভারে ক্রিজ ছাড়লেন টম ব্লান্ডেল, জয়ের থেকে আর মাত্র ৩ উইকেট পেছনে ভারত। ৮৫ ওভারের শেষ বলে জেমিসনকে ড্রেসিং রুমে ফিরতে বাধ্য করলেন জাদেজা, ৩০ বলে ৫ রান করে ফিরে যান জেমিসন। ৮৭ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ১৫১, ৮ উইকেট হারিয়ে। মাঠে নামলেন টিম সাউদি, কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে হয়নি সাউদিকে, ৮ বলে ৪ রান করে ফিরে যান টিম সাউদি। ৮৯ ওভার ২ বলে নিউজিল্যান্ড পৌঁছায় ১৫৫ রানে ৯ উইকেট হারিয়ে। মাঠে নামলেন কিউয়িদের শেষ ব্যাটসম্যান আজাজ প্যাটেল। আর মাত্র ৪ ওভার বল করার সুযোগ পাবেন ভারতীয় বোলাররা, আলোর সমস্যার কারণে আর বেশি সময় পাবেন না তারা, এই ৪ ওভারের মধ্যেই ম্যাচ জেতার জন্য দরকার আর মাত্র ১ টি উইকেট। ৯৫ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ১৬১/৯। কিন্তু শেষ পর্যন্ত কম আলোর কারণে ম্যাচ বন্ধ করতে বাধ্য হলেন অ্যাম্পেয়াররা। কানপুরের কালো পিচে পিঠ বাঁচাতে সক্ষম হল নিউজিল্যান্ড। ২৮৪ রান ধাওয়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ৯৮ ওভারে নিউজিল্যান্ডের স্কোর দাড়াই ১৬৫ রান ৯ উইকেটের বিনিময়ে, শেষ পর্যন্ত কানপুরের গ্রিনপার্ক ময়দানে ভারত বনাম কিউয়ি টেস্ট সিরিজি ড্র হয়ে যায়।   

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News