বাদল অধিবেশনে আসতে চলেছে ২৪ টি নতুন বিল!!

banner

#Pravati Sangbad Digital Desk:

১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের (Parliament) বাদল অধিবেশন। এবারের অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার লোকসভায় আলোচনা ও পাসের জন্য ২৪ টি নতুন বিল পেশ করবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে বন সংরক্ষণ সংশোধনী বিল, জ্বালানি সংরক্ষণ সংশোধনী বিল, পারিবারিক আদালত সংশোধনী বিল, জাতীয় রেল পরিবহন ইনস্টিটিউটকে গতিশক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিল।এছাড়াও তার মধ্যে রয়েছে ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণের বিল। সংবাদপত্র এবং ডিজিটাল সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিলের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। সংবাদপত্রের পাশাপাশি এবার থেকে ডিজিটাল সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হতে চলেছে। শুক্রবার লোকসভা সচিবালয়ের জারি করা একটি বুলেটিন অনুসারে, সরকার অধিবেশন চলাকালীন ২৪ টি নতুন বিল উত্থাপন করবে, পাশাপাশি এই জাতীয় চারটি বিল সংসদের স্থায়ী কমিটিতে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে যে অধিবেশন চলাকালীন ভারতীয় অ্যান্টার্কটিক বিল ২০২২ ফের পেশ করা হবে। এর আগে, এই বিলটি ২০২২-এর পয়লা এপ্রিল পেশ করা হয়েছিল।
 বুলেটিন অনুসারে, অভিভাবকদের রক্ষণাবেক্ষণ এবং কল্যাণ এবং সিনিয়র সিটিজেন সংশোধনী বিল, সমবায় সমিতি সংশোধনী বিল, জাতীয় ডেন্টাল কমিশন বিল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সংশোধনী বিল ২০২২ অধিবেশন চলাকালীন পেশ করা হবে। সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যামেন্ডমেন্ট বিল ২০২২-ও এই অধিবেশন চলাকালীন পেশ করা হবে, যার মাধ্যমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রেল ট্রান্সপোর্টকে, গতিশক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার প্রস্তাব করা হয়েছে। ১৮ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সংসদের বর্ষাকালীন অধিবেশন চলবে। এতে ১৮টি আলোচনা বা বৈঠক থাকবে। ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কারণে সংসদের এই অধিবেশন বিশেষ হতে চলেছে। আগামী ৬ আগস্ট সহসভাপতি পদে নির্বাচন হবে। বাদল অধিবেশনেও সংসদ ভবনে জারি থাকছে কোভিড বিধি। সংসদ ভবনের সেন্ট্রাল হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকছে। বিগত কয়েকবারের মতো এবারেও সংবাদ মাধ্যমের প্রবেশের ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে। রাজ্যপাল মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এবং রাজ্যের মন্ত্রী এবং প্রাক্তন সাংসদ ছাড়া সংসদের সেন্ট্রাল হলে কেউ প্রবেশ করতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News