হারিয়ে যাওয়া ফোনের ইউপিআই এর সুরক্ষা করুন

banner

#Pravati Sangbad Digital Desk:

মোবাইল ফোন হারিয়ে যাওয়া খুব একটা আশ্চর্যের নয়। হামেশাই দেখা যায় এই ঘটনা। নিজের সতর্কতার অভাবে কখনো হারিয়ে যায় ফোন। আবার ভিড় কোন জায়গা থেকে চুরি হয়ে যায় মোবাইল ফোন। দিন যত এগিয়ে যাচ্ছে প্রযুক্তির অগ্রগতি তেমনি হু হু করে বেড়ে চলেছে। প্রযুক্তির অগ্রগতি যত বাড়ছে নগদ টাকার লেনদেন ততই কমছে। লেনদেনের জন্য মানুষে ব্যবহার করছেন ফোন পে, গুগল পে ,পে টিএম এর মত ডিজিটাল platform। ইউপিআই পেমেন্ট ও বাড়ছে। দোকান থেকে কিছু কেনা হোক বা গাড়ি ভাড়া QR কোড স্ক্যান করে পেমেন্ট করে দিলে মুশকিল আসান। কিন্তু সেই ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়। একবার হারিয়ে যাওয়া ফোন যদি প্রতারকদের হাতে পড়ে আপনার ব্যাংক একাউন্ট খালি। এবার হারিয়ে যাওয়া ফোনের ইউপিআই কোড কিভাবে নিষ্ক্রিয় করবেন আসুন জেনে নিই।
প্রথমে, হারিয়ে যাওয়া ফোনের নম্বর এবং সিম কার্ডটি ব্লক করতে হবে। কারণ, সেই নম্বর দিয়ে যাতে কেউ নতুন ইউপিআই কোড তৈরি করতে না পারে।
এরপর সিমকার্ড বন্ধ হয়ে গেলে, তাঁরপর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এবং ইইউপিআই  পরিষেবা বন্ধ করতে হবে।
এই দুটি কাজ সম্পূর্ণ হলে আপনাকে থানায় গিয়ে ফোন হারিয়ে যাওয়ার অভিযোগে রিপোর্ট করতে হবে। যাতে আপনার হারিয়ে যাওয়া মোবাইল থেকে কোন আসামাজিক কাজ হলে আপনাকে দায়ী না হতে হয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : অর্জুন দাস

Related News