শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায়

banner

#Pravati Sangbad Digital Desk:

দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় আগামী শনিবার জল সরবরাহ বন্ধ থাকবে। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগাম বিজ্ঞপ্তি দিয়ে এ-কথা জানানো হয়েছে। 

গার্ডেনরিচ জল পরিশোধন প্রকল্পে সবথেকে বড় দৈর্ঘ্যের পাইপের ত্রুটি মেরামতের কাজ হবে শনিবার৷ সেই সঙ্গে শহরের বেশ কিছু বুস্টার পাম্পিং স্টেশনও মেরামত করা হবে বলে জানিয়েছে কলকাতা পুরনিগম। সেই কারণে আগামী ২১ জানুয়ারি, শনিবার গার্ডেনরিচ প্রকল্প থেকে জল সরবরাহ হবে না। এর ফলে আগাম প্রস্তুতি নিয়ে না রাখলে সমস্যায় পড়তে পারেন বাসিন্দারা।

দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। 

১৪০০ মিলিমিটারের সেই বৃহত্‍ পাইপলাইনে এবার মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্র এবং বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনেও হবে সংস্কারের কাজ। এই কাজের জেরে শনিবার দুপুর, বিকাল ও রাতে বন্ধ থাকবে জল সরবরাহ।কলকাতা পুরসভার পানীয় জল ও সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পরিষেবা চালু হবে ২২ জানুয়ারি সকাল থেকে। শনিবার সকালের পর থেকে পানীয় জলের এই সমস্যা চলবে ৬টি বরোতে। কোথাও আংশিক কোথাও বা পুরোপুরি বড়োর সমস্ত এলাকাতে। কলকাতা পুরসভার আট ও দশ নম্বর বরো এলাকার সমস্ত এলাকাতেই এই জলপরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও আংশিকভাবে ৯, ১১, ১২ ও ১৫ নম্বর বোরোতে জল সরবরাহে সমস্যা হতে পারে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লয়েলকা, গল্ফগ্রীন, গড়ফা, গান্ধি ময়দান, মিস্টার পাম্পিং স্টেশন এলাকা সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকতে পারে।

জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় জানিয়েছেন, রবিবার, ২২ জানুয়ারি থেকেই আবার জল সরবরাহ স্বাভাবিক হবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Related News