দেখে নিন ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

জানুয়ারি শেষ হতে আর বাকি কয়েকটা দিন। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে দেশের ব্যাঙ্কগুলির জন্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। ফেব্রুয়ারিতে অনেকদিন ছুটি থাকবে ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী ওই পুরো মাসে, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক ছুটি মিলিয়ে মোট 10 দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফেব্রুয়ারি মাসে যদি কোনও গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হয় তবে ব্যাঙ্কে কোন কোন দিন ছুটি থাকবে, সেই তালিকা দেখেই ব্যাঙ্কে যাওয়ার সিদ্ধান্ত নিন। 

চলুন এবার ফেব্রুয়ারি মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নেওয়া যাক-
ফেব্রুয়ারি 5, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 11, 2023 - দ্বিতীয় শনিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 12, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 15, 2023- লুই-এনগাই-নি (হায়দ্রাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
18 ফেব্রুয়ারি, 2023 - মহাশিবরাত্রি (আহমদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর, রায়পুর, রাঁচি, সিমলা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 19, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 20, 2023 - রাজ্য দিবস (আইজলে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
21 ফেব্রুয়ারি, 2023- লোসার (গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
25 ফেব্রুয়ারি, 2023 - তৃতীয় শনিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
ফেব্রুয়ারি 26, 2023 - রবিবার (সারা ভারতে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https:// rbi.org.in /Scripts/HolidayMatrixDisplay.aspx   - এ যেতে পারেন।
তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকদের বিশেষ অসুবিধা নাও হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ এক্ষেত্রে শুধুমাত্র নির্দিষ্ট রাজ্যগুলিতে নির্দিষ্ট দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সেই ছুটির দিনগুলিতেও চালু থাকবে ATM ও অনলাইন পরিষেবা। ফলে গ্রাহকদের টাকা জমা বা তোলায় কোনও অসুবিধা হবে না। শুধুমাত্র ব্যাঙ্ক সংক্রান্ত কাজ থাকলেই তা ছুটির দিনগুলিতে আটকে যেতে পারে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Susmita Das

Tags:

Related News