Flash news
    No Flash News Today..!!
Monday, May 13, 2024

শুধু ষাটোর্ধদের নয় এবার ১৮ ঊর্ধ্বদেরও দেওয়া হবে বিনামূল্য বুস্টার ডোজ

banner

#Pravati sangbad Digital Desk:

কেন্দ্রীয় সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে এবার বুস্টার ডোজ দেওয়া হবে ১৮ ঊর্ধ্বদের। ১৫ জুলাই থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে বুস্টার টিকা। দেশ জুড়ে ফের করোনার বাড়বাড়ন্তে টিকাকরণে জোর কেন্দ্রের। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র সরকারি টিকাদান কেন্দ্রগুলিতে বিনামূল্যে এই টিকা নেওয়া যাবে। এখন শুধু ষাটোর্ধ ব্যক্তিদের এই বুস্টার ডোজ সরকারি টিকাদান কেন্দ্রগুলিতে বিনামূল্যে দেওয়া হয়। তবে এবারে ১৮ হলেই নেওয়া যাবে এই টিকা। আগেই করোনা টিকার দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান কমিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ন'মাস থেকে কমে বুস্টার ডোজের ব্যবধান ছ'মাস করা হয়েছে। আগে দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজের ব্যবধান ২৯ সপ্তাহ অর্থাৎ ৯ মাস ছিল। সেটা কমিয়ে ২৬ সপ্তাহ অর্থাৎ ৬ মাস করা হয়েছে।

তবে এতদিন শুধু ষাটোর্ধ ব্যক্তিদেরই এই ডোজ দেওয়া হয়েছে। ১৮ থেকে ৬০ বছরের মধ্যের মানুষকে কিনে নিতে হতো বুস্টার ডোজ। কিন্তু এবার সরকার ১৮ ঊর্ধ্বদের জন্য বিনামূল্যে এই ডোজ নেওয়ার সুযোগ করে দিল। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এদিন বলেন, স্বাধীনতার ৭৫ তম বর্ষের উদ্‌‌যাপন হচ্ছে দেশে। কেন্দ্রের আজাদি কা অমৃত মহোৎসব কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৫ জুলাই থেকে এই কর্মসূচি শুরু হচ্ছে। বিনামূল্যে বুস্টার টিকা পাওয়া যাবে আগামী ৭৫ দিন পর্যন্ত।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News