পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট!! তারপর ও রাজাপক্ষের শান্তি নেই

banner

#Pravati Sangbad Digital Deak:

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ শ্রীলঙ্কা ছেড়ে পালানোর পরই অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন সে দেশের প্রধানমন্ত্রী রনিল বিক্সিমাঙ্ঘে। জনরোষ উপেক্ষা করেই বুধবার অস্থায়ী প্রেসিডেন্টের শপথ নিলেন তিনি। গোতাবায়া দেশ ছেড়ে পালিয়ে আপাতত মালদ্বীপে রয়েছেন। প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে যাওয়াতেই শ্রীলঙ্কায় বুধবার সকাল থেকে আবার নতুন করে জনসাধারণ ক্ষোভে ফেটে পড়েছেন। জনসাধারণের মধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটতেই, প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে সেনাবাহিনী। এই পরিস্থিতিতেই জারি হয়ে গেল জরুরি অবস্থা। আকাশপথে চালানো হচ্ছে নজরদারি। প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে কাঁদানে গ্যাস ব্যবহার করে সেনাবাহিনী। গোতাবায়া দেশ ছেড়ে পালাতেই বুধবার সকাল থেকে কলম্বোতে পুনরায় শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন অসংখ্য মানুষ। ততক্ষণে প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলে বিপুল সংখ্যক সেনাবাহিনী। রাস্তায় নেমেছে শ্রীলঙ্কায় যুব সমাজ, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন সবাই। সেনাবাহিনীর নিরাপত্তা বেড়াজাল টপকে অনেকেই ঢুকে পড়েছেন প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে যাওয়াতেই শ্রীলঙ্কায় জারি হয়েছে জরুরি অবস্থা।

শ্রীলঙ্কার কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছিল, ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। এরপর থেকেই গোটা মালদ্বীপ জুড়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে।সূত্রের খবর, সেখানে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে বিক্ষোভ করছে উত্তেজিত জনতা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষের অবস্থান নিয়ে মালদ্বীপ সরকার গতকাল সন্ধে পর্যন্ত কিছু জানায়নি। সে দেশের প্রাক্তন বিদেশমন্ত্রী তথা মালদ্বীপ ন্যাশনাল পার্টির নেতা দুন্যা মামুন জানিয়েছেন, গোতাবায়া রাজাপক্ষকে আশ্রয় দেওয়ার কারণেই মালদ্বীপ জুড়ে অশান্তি ছড়িয়েছে। প্রেসিডেন্ট থাকাকালীন গ্রেফতারি সম্ভব নয়। এই সুযোগকেই হাতিয়ার করে স্ত্রী-পরিবার সহ শ্রীলঙ্কা ছেড়ে মালদ্বীপ পালিয়ে গেছেন গোটাবায়া রাজাপক্ষে। প্রথমে জানা গিয়েছিল, শ্রীলঙ্কা ছেড়ে দুবাই যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। পরে মলদ্বীপে গিয়ে আত্মগোপন করেন রাজাপক্ষে। সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানাচ্ছে, মালদ্বীপ জনরোষের মুখোমুখি হওয়ায় সপরিবার সিঙ্গাপুরে উড়ে গেছেন গোতাবায়া।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News