যেতে হবেনা পার্লার! বাড়িতে বসেই পেতে পারেন স্ট্রেট হেয়ার

banner

#Pravati Sangbad Digital Desk:

সোজা চুল বা স্ট্রেট হেয়ার পছন্দ করেন অনেকেই। তাই পার্লারে গিয়ে কেরাটিন ট্রিটমেন্ট ,স্মুদনিং,স্ট্রেটনিং করিয়ে আসেন।তবে এতে সাময়িকভাবে চুল দেখতে ভাল লাগলেও এগুলি করতে যে ধরণের রাসায়নিক উপাদানযুক্ত ক্রিম ব্যবহার হয়,সেগুলি চুলের জন্য অত্যন্ত ক্ষতিকর; সেক্ষেত্রে ঘরোয়া পদ্ধতিতেও চুল সোজা করা যায়।
জেনে নিন,পার্লারে না গিয়ে এবং কোনও যন্ত্রপাতির ব্যবহার না করেও কী ভাবে ঘরোয়া পদ্ধতিতে চুল সোজা করা যায়।
◇ পাকা কলা ও টক দই :-
টক দই খুসকি দূর করতে সক্ষম এবং পাকা কলা চুল নরম করে।
বাড়িতে মিক্সিতে পাকা কলা এবং দু’চামচ টক দই দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা খানেক রেখে,মিশ্রণটি শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন ;সপ্তাহে ২— দিন ব্যবহার করুন এটি, এতে আপনার চুল হবে মসৃণ ও সোজা।
◇ মধু ও অ্যালোভেরা :-
চুলের যত্নে মধু ও অ্যালোভেরা বা ঘৃতকুমারী ভীষণ উপকারী; অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়ে যে মিশ্রণ তৈরি হয়,তা চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টা দুয়েক রেখে শ্যাম্পু করে নিন। চুল কোমল ও মসৃণ করতে এক দিন অন্তর মিশ্রণটি ব্যবহার করুন।
◇ ডিম ও অলিভ অয়েল :-
চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে ডিম এবং অলিভ অয়েল।
দু’টি ডিমের কুসুম ও অলিভ অয়েল ভাল করে ফেটিয়ে নিতে হবে।এ বার এই মিশ্রণটি চুলের গোড়ায় ভাল করে লাগিয়ে রেখে দিন কিছুক্ষণ।চুল যদি খুব রুক্ষ হয়,তাহলে চুল মসৃণ ও কোমল করতে সপ্তাহে ৩-৪ দিন এই মিশ্রণটি ব্যবহার করুন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Riya Some

Related News