Flash news
    No Flash News Today..!!
Thursday, March 28, 2024

এক টুকরো বরফেই হবে সমাধান

banner

#Pravati Sangbad Digital Desk:

আপনারা কি সবাই জানতে চান ত্বকের যত্নে কিভাবে আইস কিউব ব্যবহার করে ভালো ফল পাওয়া যায়? অবাক লাগছে ? তাহলে আর দেরি না করে এখনি আমাদের আজকের পোস্ট পড়ে ফেলুন আর জেনে নিন বিস্তারিত। ত্বকের যত্নে আইসকিউবের ব্যবহারের কথা আমরা সবাই ই হয়ত কমবেশী শুনে থাকব। তবে অনেকেরই ধারণা কেটে-ছড়ে গেলে, আঘাত লাগলে, পোকা কামড় দিলে আইসকিউব ব্যবহার করলে তার ব্যথা এবং জ্বলুনি কমে আসে। কিন্তু এছাড়াও আরও নানাবিধ কারণে আইসকিউব ব্যবহার করা যায়, এবং তা জাদুকরী ফলাফল এনে দিতে পারে। ত্বকের পরিচর্যায় আইসকিউবের কোন জুড়ি নেই, যেকোন উপাদান ত্বকের উপযোগী করে ব্যবহার, যেকোন প্রোডাক্টের কার্যকারিতা বৃদ্ধি এবং ত্বকের নানাবিধ সমস্যা দূর করতে আইসকিউব অব্যর্থ এবং প্বার্শপ্রতিক্রিয়ামুক্ত একটি সমাধান।
চোখের ফোলাভাব দূর করতে সাহায্য করে বরফ
অনেক সময় চোখের নিচে অতিরিক্ত তরল যাওয়ার কারণে চোখ ফোলা দেখায়। এ ফোলাভাব দূর করতে আইসকিউব কার্যকরী। চোখের চারদিকে আইসকিউব দিয়ে বৃত্তাকারভাবে ম্যাসাজ করলে চোখের ফোলা ভাব কমে যায়।
রিংকেল কমায়
রিংকেল কমাতে সাহায্য করে, মুখের চামড়া কুঁচকে যাওয়া নিয়ন্ত্রণ করতেও বরফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত মুখে বরফ দিয়ে ম্যাসাজ করলে মুখের চামড়া কুঁচকে যাওয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে এবং নতুন করে রিংকেল দেখা দেয় না।

ঘামাচি, চুলকানি ও ব্রণ কমায়
গরমের মাঝে ঘামাচি, চুলকানি এবং ব্রণ হওয়াটা অনেক স্বাভাবিক বিষয়। আর এগুলোর জন্য আইসকিউব অনেকটাই ম্যাজিকের মতোই কাজ করে। এটি ব্রণের ফোলা ভাব কমাতে ও ব্যথা কমাতে সাহায্য করে।
ত্বকের উজ্জ্বলতা বাড়ায়
চকচকে ও উজ্জ্বল পেতে প্রতিদিন আইসকিউব দিয়ে পুরো মুখ এবং গলায় বৃত্তাকারে ম্যাসাজ করতে হবে। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং ত্বককে করে উজ্জ্বল ও ঝকঝকে।
ত্বকের লালচে ভাব এবং প্রদাহ কমায়
গরমে রোদের জেরে ত্বক সানবার্নের সমস্যা হয়। বিশেষজ্ঞদের মতে, ওই পোড়া জায়গায় বরফ ঘষলে সেটি অনেক ভালো কাজ করে। রোদের কারণে ত্বকে হওয়া লালচে ভাব এবং প্রদাহ কমাতে নিয়মিত ত্বকে বরফ দিয়ে ম্যাসাজ করতে হবে।
স্কিন পরিষ্কার করে
ত্বক এক্সফোলিয়েট করার জন্য বাইরের কোনও কেমিক্যালযুক্ত প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয়। এক্ষেত্রে বাড়িতে দুধ দিয়ে তৈরি আইসকিউব ব্যবহার করতে পারেন। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে তা ডেড স্কিন পরিষ্কার করে, ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ।
ডার্ক সার্কেল থেকে মুক্তি
নিয়মিত মুখে বরফ ব্যবহার করলে তা ডার্ক সার্কেলের সমস্যা মিটে যায় সহজেই। এক্ষেত্রে গোলাপজল এবং শশার রস দিয়ে তৈরি আইসকিউব ব্যবহার করলে সবচেয়ে বেশি সুফল পাওয়া যায়। এটি তৈরি করতে হলে গোলাপজল ফুটিয়ে তার মাঝে শশার রস মেশাতে হবে। মিশ্রণটি ডিপ ফ্রিজে রেখে বরফ বানানোর পর সেগুলো চোখের নিচে ও মুখের ত্বকে ম্যাসাজ করতে হবে। কিছু দিন এটি করলেই পাওয়া যাবে সুফল।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News