জানেন কি হতে পারে প্রাকৃতিক উপাদানে তৈরি ভেষজ রূপচর্চায়

banner

#Pravati Sangbad Digital Desk:

বহু প্রাচীন সময় থেকেই রূপচর্চায় ভেষজের ব্যাবহার হয়ে আসছে। কেমিক্যাল ক্ষতিকারক থেকে বাঁচতে অনেকেই ব্যাবহার করেন প্রাকৃতিক উপাদান। তবে প্রাকৃতিক উপাদান যতই ভালো ফল দিক না কেন এর ক্ষতিকর দিক থেকে আমাদের সতর্ক থাকতে হবে।   
দারচিনির ব্যাবহার:
এখন অনেকেই দাগছোপ থেকে মুক্তি পেতে ব্যাবহার করেন দারচিনি। কিন্তু সরাসরি দারচিনি ব্যাবহার করলে মুখে লাল ছোপ সহ্য জ্বালা হতে পারে। 
চিনির ব্যাবহার:
মুখের ডেড স্কিন এবং পিগমেন্টেশন দুর করতে চিনি খুবই উপকারী। কিন্তু অনেক সময় চিনি মুখের ছাল উঠিয়ে গর্তের সৃষ্টি করতে পারে। তাই চিনি ব্যাবহারে সতর্কতা অবলম্বন উচিত।
লেবু: 
লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা মুখের দাগছোপ তুলতে খুবই সাহায্যকারী। কিন্তু লেবু সরাসরি মুখে কিংবা ত্বকে ব্যাবহার করলে জ্বালা অনুভব হতে পারে। তাই প্রাকৃতিক উপাদান ব্যাবহার করতে হবে সতর্ক হয়ে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Tags:

Related News