গরমে তৈলাক্ত ত্বকের সমস্যার সমাধান করবেন কিভাবে

banner

#Pravati Sangbad Digital Desk:

ফুরফুরে হাওয়া ,সুন্দর আবহাওয়ার দিন শেষ ।এপ্রিল এর দোরগোড়ায় দাড়িয়ে তাপমাত্রার পারদ চড়ছে হু হূ করে ।সূর্যের প্রচন্ড তাপে হাসফাস করছে বাচ্চা থেকে বুড়ো সবাই ।এই গরম পরিবেশ এ বাড়ি থেকে বেরোনো ই দায় ।

তবে পড়াশোনা ,চাকরি ,ব্যাবসা কিংবা অন্যান্য কাজ ,যেকারনে ই হোক না কেনো বাড়ির থেকে কম বেশি সবাই কেই বেরোতে হয় ।আর চৈত্রের প্রখর তাপে ত্বকের নাজেহাল অবস্থা ।ত্বক হয়ে ওঠে তৈলাক্ত এবং ট্যান এর সমস্যা ও দেখা দেয়।এই অবস্থায় কি করবেন ভেবে হয়রান হচ্ছেন ? শয়ে শয়ে টাকা দিয়ে ক্রিম লাগিয়ে কিংবা পার্লার এ গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ও কোনো লাভ হচ্ছে না ? খুব সহজেই কয়েকটি ঘরোয়া টোটকা তেই কাজ হতে পারে ।জেনে নিন সেই ঘরোয়া টোটকা গুলি কি কি - 

* ১টি ডিমের সাদা অংশ আর ১ চা চামচ লেবুর রস নিন।ভালো করে মিশিয়ে মিশ্রণ টি মুখে লাগিয়ে নিন ।শুকনো হওয়া অবধি রাখুন।শুকিয়ে গেলে ঈষৎ উষ্ণ গরম জলে মুখ ধুয়ে মুছে নিন।তৈলাক্ত ত্বকের সমস্যা  কয়েকদিনের মধ্যেই মিটে যাবে ।

* অ্যালোভেরা জেল ও ত্বক কে আদ্র রাখতে সাহায্য করে ।ত্বকের তৈলাক্ত ভাব কমে ।অ্যালোভেরা জেল মুখে লাগিয়ে রাতভর রেখে দিন। সকালে ধুয়ে নিন। যদি কারোর অ্যালোভেরা নিয়ে এলার্জির শঙ্কা থাকে তবে নিজের হাতে প্রয়োগ করে দেখুন । ২৪-৪৮ ঘণ্টার ভেতরে কোনও প্রতিক্রিয়া না হলে নিশ্চিন্তে ব্যবহার করুন। 

* আধ কাপ ওটস গরম জলে গুলে পেস্ট বানিয়ে নিন।ওটস এর সাথে ১ টেবিল চামচ মধু মেশান ।মিশ্রণ টি মুখে মেখে  মিনিট তিনেক ম্যাসাজ  করুন।এর পর ঈষৎ উষ্ণ গরম জলে মুখ ধুয়ে মুখ মুছে নিন।

* ৩ টেবিল চামচ আমন্ড বাদামের গুঁড়ো বানিয়ে নিন।২ টেবিল চামচ শুদ্ধ মধু মেলান আমন্ড গুঁড়ো এর সাথে ।মিশ্রণ টি  পুরো মুখে মেখে নিন।শুকনো হলে ঈষৎ গরম জলে ধুয়ে নিন ।আমন্ড মুখের তেল কে শুষে নিতে সাহায্য করে ।

*  তেলতেলে ত্বক থেকে মুক্তি পেতে মুখে মধু লাগিয়ে নিন পাতলা করে। মেখে ১০ মিনিট রাখুন।  জলে ধুয়ে ফেলুন। ত্বক আর্দ্র থাকবে ও তৈলাক্ত ভাব কমবে। 

* টমেটোর একটি মাস্ক বানিয়ে ফেলুন ।১ চা চামচ চিনি ও ১টা টমেটোর রস মেলান। পুরো মুখে লাগিয়ে নিন।৫ মিনিট মতো মাস্কটি মুখে লাগিয়ে  রাখুন। মুখ ঈষৎ  গরম জলে ধুয়ে মুছে নিন ।এতে ত্বকের তৈলাক্ত ভাব কমে ও ট্যান এর সমস্যার ও সমাধান হয় ।।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Related News