আবার কি একজোট হবে শিব সেনার উদ্ধব এবং শিণ্ডে শিবির?

banner

#Pravati Sangbad Digital Desk:

গত কয়েকদিন ধরেই মারাঠা রাজনীতিতে চলছে চাপা উত্তেজনা। ভোটের আগে শিণ্ডের তরফে হুইপ জারি করা হয়েছিল, "শিব সেনার সব বিধায়ককে ভোট দিতে হবে তাঁদের পক্ষেই" এমনটাই ছিল সেই হুইপে। উদ্ধব ঠাকরের(Uddav Thackeray) ঘনিষ্ঠ বিধায়করা সেই হুইপ না মেনে সরকারের বিপক্ষে ভোট দেন। আদিত্য ঠাকরেও (Aditya Thackeray) ভোট দেন সরকারের বিপক্ষেই। দলীয় হুইপ উপেক্ষা করার অভিযোগে শিব সেনার (Shiv Sena) বেশ কিছু বিধায়ককে বিধায়ক পদ খারিজের নোটিস পাঠিয়েছে শিব সেনার শিণ্ডে শিবির। কিন্তু ওই একই ‘অপরাধে’ উদ্ধব ঠাকরের ছেলে তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরের বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নিতে দেখা যায়নি তাদের।
শিণ্ডে শিবিরের তরফে শিব সেনার স্বীকৃত মুখ্য সচেতক ভারত গোগাওয়ালে বলেছেন, "আদিত্যর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ করা হয়নি। কারণ, বালাসাহেব ঠাকরেকে আমরা সম্মান করি।" কিন্তু মুম্বইয়ের রাজনীতিতে গুঞ্জন শোনা যাচ্ছে যে, ঠাকরে পরিবারকে সন্ধির বার্তা দিতেই আদিত্যর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না শিণ্ডে সেনা। শিব সেনার এই পুরো ভাঙনপর্বে বিক্ষুব্ধ শিবিরের কোনও নেতা উদ্ধবকে সরাসরি আক্রমণ করেননি। উলটে বিক্ষুব্ধদের মুখপাত্র দীপক কেসরকারকে বলতে শোনা গিয়েছে, “উদ্ধবের বিরুদ্ধে আমাদের কোনও বিরোধ নেই। আমরা তাঁকেই নেতা বলে মনে করি।” শোনা যাচ্ছে, আসন্ন মুম্বই পুরসভা (BMC) ভোটের আগে শিব সেনার দুই শিবির একত্রিত হয়ে যাক এমনটাই চাইছেন দলের একাধিক সাংসদ। এমনকি তাঁরা দু’পক্ষের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা নিতেও রাজি।
যদিও উদ্ধব শিবিরের তরফ থেকে এখনও প্রকাশ্যে সন্ধির কোনওরকম ইঙ্গিত পাওয়া যায়নি। উল্টে তাঁরা দলের হুইপ নিয়ে নতুন স্পিকার রাহুল নরবেকরের সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছে। পিটিশনে উল্লেখ করা হয়েছে যে, একনাথ শিণ্ডে-সহ ১৬ বিদ্রোহীর বিধায়ক পদ বাতিলের মামলার এখনও সুনানি হয়নি। তাই এই প্রেক্ষিতে স্পিকারের হুইপ বৈধ নয়। এদিকে স্পিকার রাহুল নরবেকর এনসিপির (NCP) অজিত পওয়ারকে মহারাষ্ট্রের নতুন বিরোধী দলনেতা হিসাবে ঘোষণা করেছেন।
সব মিলিয়ে মারাঠা রাজনীতিতে এখনও অসংখ্য জটিলতা দেখা যাচ্ছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Suchorita Bhuniya

Related News