মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট!! কোন দিকে যাচ্ছে রাজনীতি

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রতিদিন উঠে আসা একের পর এক নতুন বিতর্কে সরগরম হয়ে পড়েছে মহারাষ্ট্রের রাজনৈতিক প্রাঙ্গন।মহারাষ্ট্রের বিদ্রোহী বিধায়ক একনাথ শিন্ডে শিবিরের দুজন বিধায়ক দেশের সর্বোচ্চ আদালতে পিটিশন ফাইল করেছেন। শিন্ডে দাবি করেছেন, শিবসেনা পরিষদীয় দলের ৩৮ জন সদস্য তাঁদের সমর্থন প্রত্যাহার করে নিয়েছে এই সরকার থেকে। তাই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে আগাড়ী সরকার। আপাতত টালমাটাল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মহারাষ্ট্রের উদ্ধব সরকার। এই অবস্থায় শোনা গেল, একনাথ শিন্ডের সঙ্গে ফোনে বেশি কিছু বিষয় নিয়ে আলোচনা চালিয়েছেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে। তাহলে কোন দিকে যাচ্ছে এই রাজ্যের রাজনীতি, তা নিয়ে কৌতূহল আরও বাড়ছে।
শিবসেনার তরুণ নেতা আদিত্য ঠাকরে বিদ্রোহীদের 'বিশ্বাস ঘাতক' বলে উল্লেখ করেন। তিনি বিদ্রোহীদের শিবসেনা নেতাদের সামনে আসার জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। পাশাপাশি বিদ্রোহী বিধায়কদের কাছে তিনি সরকারের ঠিক কোথায় ভুল হয়ে তা জানতে চান। আদিত্য ঠাকরে বলেন, 'যারা এখান থেকে পালিয়ে গিয়েছেন, তাঁরা নিজেদের বিদ্রোহী বলছেন। তাঁরা আদতে বিদ্রোহী নন, বিশ্বাসঘাতক। তাঁরা বিদ্রোহ করতে চাইলে, এখান থেকেই তা করা উচিত ছিল। পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল।' এমভিএ সরকারের পতনের প্রেক্ষিতে আদিত্য ঠাকরে বলেন, 'আমরা জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী। আমাদের কাছে সকলের ভালোবাসা আছে। যাঁরা বিশ্বাসঘাতকতা করেন, পালিয়ে যান, তাঁরা জিততে পারেন না।'ইডির সমনের পর প্রতিক্রিয়া দেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, 'এইমাত্র খবর পেলাম, আমাকে ইডি তলব করেছে। ভাল! মহারাষ্ট্রে একের পর এক বড় রাজনৈতিক ঘটনা ঘটছে। আমরা, বালা সাহেবের সৈনিকরা একটা বড় লড়াই লড়ছি। আমাদের ষড়যন্ত্র করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।'  এর মধ্যেই ফের কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিকে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট তীব্র করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করল শিবসেনা। দলের সাংসদ সঞ্জয় রাউতকে তলব করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শিবসেনা আগেই অভিযোগ করেছিল, বিদ্রোহী শিবসেনা বিধায়কদের ইডিকে দিয়ে ভয় দেখানো হয়েছে। বাধ্য হয়ে তারা বিদ্রোহ করেছে। আর, সেই অভিযোগ করেছিলেন খোদ সঞ্জয় রাউত। তবে, দলের একাংশের এই বিদ্রোহের মধ্যেও সঞ্জয় রাউত বরাবর শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের পাশেই ছিলেন। কিন্তু, এবার সেই রাউতকেই তলব করা হল। ২৮ জুন মঙ্গলবার তাঁকে ইডির কাছে হাজিরা দিতে হবে। মুম্বইয়ের গোরেগাঁওয়ে পাত্র চাউল পুননির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে রাউতকে তলব করেছেন ইডির তদন্তকারীরা। এমনটাই জানানো হয়েছে সেনার তরফে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News