Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

প্রফেট- মহম্মদ বিতর্কের কারণে ফিফা বিশ্বকাপে ভারতীয়দের নিষিদ্ধ করলো কাতার সরকার

banner

journalist Name : Tamoghna Mukherjee

#Pravati Sangbad Digital Desk:

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের আঁচ পড়ল এবার ফিফা ফুটবল বিশ্বকাপে। সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় এক ফুটবলপ্রেমী কাতার বিশ্বকাপের সময় উপযোগী বাসস্থানের জন্য কাতার সরকারকে  দরখাস্ত করলে কাতার সরকারের তরফ থেকে ইমেল মারফত জানানো হয় যে সাম্প্রতিক কালের ঘটনার দরুন কাতার সরকার ভারতীয়দের অনির্দিষ্টকালের জন্য কাতারে আসার অথবা সেখানে থাকার কোন স্থানের সংরক্ষনের জন্য অনুমতি দিচ্ছে না। উল্লেখ্য, বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা জনপ্রিয় ভারতীয় সংবাদ চ্যানেলে হজরত মোহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিশ্বে মুসলমান অধ্যুষিত দেশগুলো একজোট হয়ে ভারত সরকারকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। এই সমস্যা নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে বিস্তর জলঘোলার সাথে, পশ্চিমবঙ্গেও এর আঁচ পরেছে। মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা ডোমজুর সহ বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টারও বেশি সময় পথ অবরোধ করে। তবে এই বিতর্কের জেরে ভারতীয়দের মধ্যপ্রাচ্যের শীতকালীন বিশ্বকাপ দেখার স্বপ্ন যে প্রশ্নের মুখে পরে গেলো তা নিঃসন্দেহে বলা যেতে পারে। 
Related News