Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

আজ মুখোমুখি ম্যানচেস্টার সিটি বনাম প্যারিস সেইন্ট-জার্মান

banner

journalist Name : Tamajoy Srimani

#Prabhati Sangbad Digital desk:

আজ ভারতীয় সময় রাত ১:৩০ এ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হতে চলেছে বর্তমান সময়ে ফুটবল জগতের দুই বড় দল, ম্যানচেস্টার সিটি বনাম প্যারিস সেইন্ট-জার্মেইন। 

          সকল ফুটবলপ্রেমীরা আজকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল, যদিও প্রথম লেগে পিএসসি ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে পরাজিত করেছিল। আগের ম্যাচটিতে ম্যানচেস্টার সিটি অত্যন্ত ভালো খেললেও সেদিন ম্যাচের শেষ হাসিটি হেসেছিল লিও মেসির পিএসজি। অতএব আজকের ম্যাচ টি ম্যানচেস্টার সিটির কাছে প্রতিশোধ নেওয়ার ম্যাচ। 

          এই সিজনে সকল ফুটবলপ্রেমীরা ভেবেছিলেন লিও মেসি যদিও বা দল বদল করেন, তবে তিনি বার্সেলোনা থেকে ম্যানচেস্টার সিটিতে গিয়ে যোগদান করবেন, কারণ ম্যানচেস্টার সিটির কোচ হলেন পেপ গার্দিওলা। অতীতে তিনি বার্সেলোনার কোচ ছিলেন, তাই সকল ফুটবল সমর্থকদের মনে হয়েছিল পেপ-এর সাথে মেসির সুসম্পর্ক জন্যই ম্যানচেস্টার সিটিতে মেসি ম্যাজিক দেখা যাবে। যদিও সেইসব ভাবনাগুলিকে ধূলিসাৎ করে দিয়ে মেসি যোগদান করেন ফ্রান্সের পিএসজিতে।

            এবারের ম্যানচেস্টার সিটি এবং পিএসজি যথেষ্ট শক্তিশালী দল হিসেবেই পরিচিত চ্যাম্পিয়ন্স লিগে। ম্যানচেস্টার সিটি তে এবারের উজ্জ্বল মুখ হিসেবে আছেন জ্যাক গ্রেলিশ, কেবিন দে ব্রইনি, বার্নার্দো সিলভা, যাও ক্যান্সেলো, এনাদের দিকেই আজ তাকিয়ে থাকবে সিটির সমর্থকরা। যদিও প্রথম কিছু ম্যাচের পর থেকে জ্যাক গ্রেলিশ একটু নিঝুম লাগলেও সকল সিটি সমর্থকরা তার দিকেই তাকিয়ে থাকবে। জ্যাক গ্রেলিশ এবারের ম্যান সিটির নতুন সংযোজন, ১০০ মিলিয়ন দিয়ে অ্যাস্টন ভিলা থেকে তাঁকে আনা হয়েছে।

          পিএসজিতেও রয়েছে অনেক উজ্জ্বল তারকারা। আছেন লিও মেসি, নেইমার, এম্বাপে, এঞ্জেল দি মারিয়া, হাকিমি, সের্জিও রামোস, আজ সম্ভবত প্রথম বারের জন্য রামোস কে পিএসজির জার্সি তে দেখা যাবে, এত দিন চোটের কারণে সের্জিও রামোস কে মাঠে দেখা যায় নি। আজ সেই অপেক্ষার অবসান ঘটবে পিএসজি সমর্থকদের জন্য, এক সময় লা লিগায় বার্সেলোনার মেসি মেসি এবং রিয়াল মাদ্রিদ এর সার্জিও রামোস মধ্যে চলতো তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আজ সে সব ভুলে গিয়ে মেসি এবং সার্জিও রামোসের যুগলবন্দি দেখা যাবে এই আশা করাই যায়। 

         এর আগেও পিএসজি এবং ম্যানসিটি একে অপরের মুখোমুখি হয়েছে ৬ বার, তার মধ্যে ৩ বার জিতেছে সিটি এবং ২ বার পিএসজি আর ১বার হেয়েছ ড্র। 

          কিছু দিন আগেই এভারটন এর বিরুদ্ধে ৩-০ গোলে দুর্দান্ত একটি জয় লাভ করেছে ম্যানচেস্টার সিটি। ভালো ফর্ম এ দেখা গেছে, রহিম স্টার্লিং, বার্নার্দো সিলভা ও যাও ক্যান্সেলো দের, আজ ম্যানচেস্টার সিটি সর্মথকরা আসা করতেই পারেন যে আজও তারা জয় পাবেন। 

            সাথে সাথে ভালো ফর্মে আছে পিএসজিও, কিছুদিন আগে নানন্তেস কে ৩-১ গোলে পরাজিত করেছে পিএসজি। গোল পেয়েছিলেন এমবাপে, মেসি, তার সাথে সাথে পিএসজির অত্যন্ত ভরসা যোগ্য এক দুর্গ রক্ষক কেলর নাভাস দেখেছেন একটি লাল কার্ড। যদিও তাতে খুব একটা চিন্তায় নেই পিএসজি ম্যানেজমেন্ট, কারণ নাভাস লাল কার্ড দেখেছেন ফ্রান্স লিগে, তাই তাকে আজ চ্যাম্পিয়নস লিগে খেলাতে কোনো অসুবিধায় পড়তে হবে না তাদের। আজকের ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে তা বোঝাই বাহুল্য।

            সাথে সাথে পিএসসি নিয়ে চলছে এক নতুন জল্পনা, খুব তাড়াতাড়ি হয়তো পিএসসির নতুন কোচ হিসেবে দেখা যাবে জিনেদিন জিদান কে। এবং পিএসসির বর্তমান কোচ পোচেত্তিনো কে হয়তো দেখা যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড এ। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

ফুটবল বিদেশ খেলা
Related News