বৃথাই গেল আন্দোলন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অফলাইন মোডেই

banner

#Pravati Sangbad Digital Desk:

কলকাতা বিস্ববিদ্যালয়ের  স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষা অফলাইন মোডে হবে এই ঘোষণার পরে কার্যত রণক্ষেত্রের আকার নেয় কলকাতা বিশ্ববিদ্যালয়, অফলাইনে পর্যাপ্ত ক্লাস হয়নি,তাই অনলাইন মোডে পরীক্ষা নিতে হবে এই দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পড়ুয়ারা বিক্ষোভ দেখায় এবং অনশনে বসে। রাজ্য সরকার এই পরিস্থিতিতে ২৭শে মে কলেজের অধ্যক্ষদের সাথে আলোচনাতে বসলে তারা অফলাইন পরিক্ষার পক্ষে সায় দেয়। এতেও ঝামেলা না মিটলে ৩ তারিখ আবার বৈঠকে বসবে বলে জানায় শিক্ষা দপ্তর। এদিন কথামত সিন্ডিকেটের সঙ্গে বিদ্যালয়ের অধ্যক্ষদের বৈঠকে ৯৫% অধ্যক্ষ অফলাইন মোডে পরীক্ষার পক্ষে সায় দেয়। এরফলে সামগ্রিক বৈঠকের পরিপ্রেক্ষিতে অফলাইন মোডে পরীক্ষার পক্ষেই রায় দেয় সিন্ডিকেট। এই খবর আসার পর পড়ুয়াদের দাবি, তাদের অফলাইন মোডে পর্যাপ্ত ক্লাস হয়নি তাই বিভিন্ন বিষয়ের সিলেবাসও শেষ হয়নি। অপরদিকে শিক্ষকদের একাংশের মত, করোনা কালে অনলাইন ক্লাসে বেশির ভাগ স্টুডেন্ট না করার দরুন তাঁদের সাবজেক্ট এখন শেষ হয়নি, যারা অনলাইন ক্লাস করেছে তাঁদের সাবজেক্ট শেষ হয়ে গিয়েছে, পড়ুয়া পড়াশুনা না করলে তার দোষ কলেজের নয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Tamoghna Mukherjee

Related News