গরমের ছুটি পেরোলেই স্কুলে হতে চলেছে এক্সট্রা ক্লাস, বড় নির্দেশ রাজ্যের

banner

#Pravati Sangbad Digital Desk:

রৌদ্রদেবের প্রবল তেজে পুড়ছে গোটা রাজ্য। বঙ্গে এখনও বৈশাখ না আসলেও, উত্তর থেকে দক্ষিণ নাজেহাল অবস্থা সর্বত্রই। অস্বস্তিকর প্যাচপ্যাচে গরমে নাজেহাল মানুষ। যত বেলা বাড়ছে ততই রাস্তাঘাট কার্যত সুনসান হয়ে যাচ্ছে। দুপুরে হু হু করে বইছে 'লু'। চৈত্রের দহনজ্বালা থেকে রেহাই নেই, আপাতত এমনটাই আভাস আবহাওয়া দপ্তরের। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া এবং অস্বস্তিকর গরম, এই দুইয়ের জেরে কাহিল দুই বঙ্গ। আর এই পরিস্থিতে স্কুলগুলিতে প্রাথমিকভাবে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। তবে, রাজ্যজুড়ে তাপপ্রবাহের কারণেই ছুটি ২২ দিন এগিয়ে এসেছে। অর্থাত্‍ ২৪ মে এর জায়গায় আগামী ২ মে থেকেই পরবে গরমের ছুটি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশেই গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। গরমের ছুটি এগিয়ে আনার জন্য পঠন-পাঠনের যে সময়সীমা নষ্ট হচ্ছে তার ক্ষতিপূরণ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের। তার জন্য স্কুলের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। ২ মে থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। অত্যাধিক গরমের জন্য ছুটি এগিয়ে আনা হলেও অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের স্কুল খুললেই। গরমের ছুটি নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর।

এ ছাড়াও রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, গরমের ছুটি যাতে কার্যকর করা হয়, সেই মর্মে আইসিএসসি, সিবিএসসি বোর্ডের স্কুলগুলিতেও চিঠি দিল রাজ্য সরকার৷ দু’টি বোর্ডকেই রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷ রাজ্যের তরফ থেকে অনুরোধ করা হয়েছে এই ছুটি নিয়ে৷ প্রসঙ্গত, বঙ্গে বৈশাখ আসেনি এখনও। কিন্তু আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে তা বোঝার উপায় নেই! সূর্যের প্রবল তাপে পুড়ছে গোটা রাজ্য। উত্তর থেকে দক্ষিণ হাঁসফাঁস দশা সর্বত্রই। সঙ্গে অস্বস্তিকর আদ্রর্তা! চৈত্রের মাঝামাঝি শেষ বৃষ্টি হয়েছে। তারপর থেকে বৃষ্টির আর কোনও নামগন্ধ নেই। ফলে তাপমাত্রা এখন ঊর্ধ্বমুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রাস্তাঘাট কার্যত সুনসান হয়ে যাচ্ছে। দুপুরে লু বইছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sampriti Gole

Tags:

Related News