প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ হচ্ছে,আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা

banner

#Pravati Sangbad Digital Desk:

এক বছরের ব্যবধানে ফের প্রাথমিক টেট পরীক্ষা নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

প্রাথমিক শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ২০২৩ সালের পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট পরীক্ষার দিন ঘোষণা হল। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় বুধবার সাংবাদিক সম্মেলন করে ২০২৩ প্রাথমিক টেট পরীক্ষার দিন (Date of Primary TET 2023) ঘোষণা করলেন। আগামী ১০ ডিসেম্বর ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে প্রাথমিক টেট পরীক্ষা। কবে থেকে আবেদন শুরু হবে তাও জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি। প্রকাশিত হলো প্রাথমিক টেট ২০২৩ এর বিজ্ঞপ্তি।

আগামী ১০ ডিসেম্বর ফের টেট পরীক্ষা নিতে চলেছে পর্ষদ। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধে সাতটা থেকেই শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপের প্রক্রিয়া।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) সভাপতির ঘোষণা অনুযায়ী এ বছর প্রাথমিক টেট পরীক্ষার বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হল আজ বুধবার সন্ধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর সাথে পর্ষদ সভাপতি কারা এই পরীক্ষায় বসতে পারবেন তাও জানিয়ে দিয়েছিলেন। এবার বিজ্ঞপ্তিতেও তা স্পষ্ট হয়ে গেল।

NCTE গাইডলাইন অনুসারে, প্রত্যেক বছর একবার করে প্রাথমিকের টেট (Primary TET) নিতে হবে। শেষবার ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষা হয়েছিল। তাতে কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশ নেন। প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থী সেই টেটে উত্তীর্ণও হয়েছেন। তবে, সেই নিয়োগ প্রক্রিয়াও পড়েছে আইনি জটিলতায়। ২০২২ টেটের নিয়োগ প্রক্রিয়া এখনও এগোয়নি। এরই মধ্যে ফের টেট পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে পর্ষদ।


আবেদন প্রক্রিয়া চলবে ৪ অক্টোবর ২০২৩ পর্যন্ত। বিস্তারিত বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে। পর্ষদ সভাপতির বক্তব্য অনুযায়ী এ বছর আগের বছরের মতোই ওএমআর সিটের একটি কপি পর্ষদের কাছে থাকবে, এবং আরেকটি কপি পরীক্ষার্থীকে দেওয়া হবে। দুর্নীতিমুক্ত টেট পরীক্ষা সংঘটিত করার জন্য পর্ষদ বদ্ধপরিকর।

আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত পরীক্ষা হবে। আগের বারের মতোই ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে আগেরবারের ‘সফল মডেল’কে এবারও কাজে লাগাতে চাইছে পর্ষদ। টেটের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে বৃহস্পতিবার থেকেই। বৃহস্পতিবার সন্ধে ৭টার পর পর্ষদের ওয়েবসাইটেই মিলবে ফর্ম।

২০২২ সালের ১১ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল শেষ প্রাথমিক টেট পরীক্ষা। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এ বছরও একই রকম ভাবে কড়া পর্যবেক্ষণের মাধ্যমে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

২০২৩ সালের প্রাথমিক টেট পরীক্ষার আবেদন শুরু হচ্ছে ১৪ ই সেপ্টেম্বর ২০২৩ থেকে এবং আবেদন চলবে তিন সপ্তাহ ধরে। এই বছর বিএড প্রশিক্ষিত প্রার্থীরা প্রাথমিক টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে প্রাথমিকে কেবলমাত্র ডিএলএড প্রশিক্ষিত প্রার্থীরাই যোগ্য হিসেবে গণ্য হবে। তবে টেট পাস করা মানেই নিয়োগ করা নয় এ কথা পরীক্ষার্থীদেরকে আরো একবার মনে করিয়ে দিলেন পর্ষদ সভাপতি।


শেষবার প্রাথমিক টেট পরীক্ষা যখন হয়, তখন পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলেন বিএড পাশরাও।

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ, বিএড পাশরা আর টেট পরীক্ষা দিতে পারবেন না। তাই এবারে আর বিএডদের টেট পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। শুধুমাত্র ডিএলএড-সহ প্রাথমিক শিক্ষকতার জন্য প্রশিক্ষণপ্রাপ্তরা এবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফর্ম ফিলাপ হচ্ছে,আগামী ১০ ডিসেম্বর টেট পরীক্ষা 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News