সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম তিনটি স্থানেই দখল মহিলাদের!!

banner

#Pravati Sangbad Digital Desk:

সিভিল সার্ভিস ২০২১ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে ৩০শে মে । প্রথম হয়েছেন দিল্লির শ্রুতি শর্মা। দ্বিতীয় হয়েছেন অঙ্কিতা আগরওয়াল এবং চণ্ডীগড়ের গামিনি সিংলা। প্রথম তিনজনই মহিলা।পুরুষদের মধ্যে প্রথম হয়েছেন উত্‍কর্ষ দ্বিবেদী। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম স্থান অধিকারী শ্রুতি শর্মা জেএনইউরই প্রাক্তনী। অন্যদিকে বাড়িতে বসে একার চেষ্টায় সিভিল সার্ভিস পাস করলেন বাংলার বেতাইয়ের মেয়ে দিয়া গোলদার। করোনা কালে বাড়িতে বসে ইউপিএসসির প্রস্তুতি সেরেছিলেন তিনি। হাতেনাতে মিলল সাফল্যও। দিল্লির বাসিন্দা শ্রুতি স্কুলের গণ্ডি টপকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্ট স্টিফেন্স কলেজে ভরতি হয়েছিলেন। তার পর যোগ দেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি সিভিল সার্ভিসের প্রস্তুতির জন্য জামিয়া মিলিয়া ইসলামিয়া রেসিডেন্সিয়াল কোচিং সেন্টারে ভরতি হয়েছিলেন তিনি। তার পরই মিলল সাফল্য। চার বছর ধরে UPSC-র জন্য প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন শ্রুতি। সরকার যে দায়িত্ব দেবে, তা-ই পালন করবেন বলে জানিয়েছে। তবে ব্যক্তিগত ভাবে শিক্ষা এবং মহিলা সশক্তিকরণ বিভাগই পছন্দ বলে জানিয়েছেন তিনি। তাত্‍পর্যপূর্ণভাবে এবার জামিয়া মিলিয়ার এই কোচিং সেন্টার থেকে ২৩ জন পরীক্ষার্থী দেশের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

দ্বিতীয় হওয়া অঙ্কিতা আগরওয়ালের বাড়ি কলকাতায় হলেও স্নাতক স্তর থেকেই তিনি দিল্লিতে পড়াশোনা করছেন। বর্তমানে তিনি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস অফিসার হিসেবে কাজ করছেন।অঙ্কিতা বলছেন, সিভিল সার্ভেন্ট হতে চাইলে প্রথম থেকেই লক্ষ্য স্থির করে নেওয়া প্রয়োজন। কারণ জীবনের কঠিন সময়, ব্যর্থতার মুহূর্তগুলিতে এই স্বপ্নপূরণের খিদেই প্রেরণা জোগাবে একজন পরীক্ষার্থীকে। কেরিয়ার গড়তে দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। উদাহরণস্বরূপ অঙ্কিতা নিজের কথা তুলে ধরেছেন। বলছেন,'প্রথম থেকে আইএএস  হতে চেয়েছি তাই স্নাতকোত্তরে ভরতি হইনি।' বরং দু'বছর ধরে পরীক্ষার প্রস্তুতি সেরেছিলেন তিনি। কঠিন প্রস্তুতিতে প্রথম সাফল্য এসেছিল ২০১৯ সালে। কিন্তু আইএএস নয়, আইআরএস অর্থাত্‍ ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসে  সুযোগ পেয়েছিলেন অঙ্কিতা। আপাতত সেই ট্রেনিংয়ে ফরিদাবাদে রয়েছেন কলকাতায় বেড়ে ওঠা এই কৃতী।অঙ্কিতার কথায়, প্রস্তুতির ফাঁকে সোশ্যাল মিডিয়া নৈব নৈব চ! কারণ ফেসবুক, ইনস্টাগ্রাম মারাত্মকভাবে মনোযোগ নষ্ট করে। তাই প্রস্তুতির শুরুতেই তিনি এই প্ল্যাটফর্মগুলি ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আর এই একাগ্রতা আর জেদ বাংলার মেয়েকে এনে দিল তাঁর কাঙ্ক্ষিত সাফল্য। তৃতীয় স্থানাধিকারী গামিনী পঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক করেছেন। তিনি এই সাফল্যের জন্য উচ্ছ্বসিত হয়ে বলেছেন, 'বিটেক করার পর বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে চাকরির প্রস্তাব পাচ্ছিলাম। কিন্তু সেদিকে না গিয়ে ইউপিএসসি-র জন্য প্রস্তুতি নিই। ২০২০ সালে প্রথম চেষ্টায় আমি সফল হতে পারিনি। কিন্তু মানুষের সেবা করার জন্য আমার লক্ষ্যে অবিচল ছিলাম। মাঝপথে পড়াশোনা ছাড়িনি। সেই পরিশ্রমের ফল পেলাম।' উল্লেখ্য টানা ৭ বছর পর  UPSC পরীক্ষায় নারীশক্তির জয়জয়কার। প্রসঙ্গত উল্লেখ্য, ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা শুরু হয়েছিল ২০২১ সালের ১০ অক্টোবর। মেইন পরীক্ষা শুরু হয়েছিল ২০২২ সালের জানুয়ারী মাসে। ইন্টারভিউ প্রক্রিয়া চলেছে এই বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত। মূলত ভারতীয় প্রশাসনিক পরিষেবা, ভারতীয় বৈদেশিক পরিষেবা , ভারতীয় পুলিশ পরিষেবা  পদে আধিকারিক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ এই তিনটি পদক্ষেপে পরীক্ষাটি নেওয়া হয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News