নেপালের মাঝ আকাশে হারিয়ে গেলো বিমান!!

banner

#Pravati Sangbad Digital Desk:

নেপালে মাঝ আকাশে বেপাত্তা হয়ে গেল একটি বিমান। এই বিমানটিতে ৪ জন ভারতীয় সহ ২২ জন যাত্রী ছিল। সূত্রের খবর, জমসম যাওয়ার পথে হঠাতই বিমানটি নিখোঁজ হয়ে গিয়েছে। নিখোঁজ এই বিমান রয়েছেন ৩ জন জাপানের নাগরিকও। রবিবার ২২ জন আরোহী নিয়ে নেপালের পোখরা বিমান থেকে রওনা হয় বিমানটি।এরপরেই মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় এই বিমানটি।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৯টা ৫৫ নাগাদ হঠাত্‍ই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।এক আধিকারিকের কথায়, পোখরা থেকে 9N-AET বিমানটি রওনা দেয়। কিন্তু মাঝ আকাশেই হঠাত্‍ বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।জমসমের দিকে যাচ্ছিল বিমানটি। শেষবার বিমানটিকে মুস্তাং জেলার আকাশের ওপর দেখা গিয়েছিল। তারপরে সেটি মাউন্ট ধৌলগিরির দিকে বাঁক নেয়।বিশ্বের উচ্চতম পর্বতগুলি নেপালেই রয়েছে। প্রায়সময়ই খারাপ আবহাওয়া থাকায় এবং পার্বত্য অঞ্চলে এয়ারস্ট্রিপ অবস্থিত হওয়ায় একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। উড়ান সংস্থাটির ওয়েবসাইট সূত্রে জানা গিয়েছে, নেপালের একাধিক দুর্গম এলাকায় বিমান পরিষেবা দেওয়া হয়।

জমসম বিমানবন্দর সূত্রে খবর, ঘাসায় একটি বিকট শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে। সেই থেকে অনুমান করা হচ্ছে বিমানটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়েছে! তবে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ইতিম্যেই বিমানের অনুসন্ধানে হেলিকপ্টার পাঠানো হয়েছে।শেষবার বিমানটিকে মুস্তাং জেলার আকাশের ওপর দেখা গিয়েছিল। তারপরে সেটি মাউন্ট ধৌলগিরির দিকে বাঁক নেয়। তারপর আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বিমানটির।পোখরা থেকে উড়ে জমসন বিমানবন্দরে নামার কথা ছিল এই বিমানটির। জমসন বিমানবন্দরের একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার জানিয়েছেন, জমসনের ঘাসা অঞ্চলে একটি বিকট শব্দ শোনা গিয়েছে। যদিও এব্যাপারে নির্দিষ্ট কোনও প্রমাণ নেই বলেও জানিয়েছেন তিনি।
Attachments area

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News