গরমের ছুটির দিন এগিয়ে আনলো রাজ্য সরকার

banner

#Pravati Sangbad Digital Desk:

রমজান মাস চলছে ।আর এই রমজান মাসেই গরমে হাঁফিয়ে উঠছেন বঙ্গবাসী। এই বছরের মার্চ মাস ছিল অনেক বেশি স্বস্তিদায়ক। মানুষ জনের ভোগান্তি ও হয়েছে কম। কারণ পুরো মার্চ মাস জুড়েই নেমেছে কখনো ঝিরি ঝিরি বৃষ্টি বা কখনো অঝোর বারিধারা। তাই সেইভাবে গরমের টের পেতে হয়নি বঙ্গবাসীকে। একদিন ও তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়নি মার্চ মাসে। বরং মার্চ মাসের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকেও কম। সুন্দর মিষ্টি আবহাওয়াই উপভোগ করেছেন সবাই। তবে মার্চের শেষ আর এপ্রিল এর শুরুতেই হাড় এ হাড় এ গরমের টের পেয়েছে বাংলার মানুষ। এই বছরে এপ্রিল মাসে গরমে ভোগান্তি আর পাঁচটা বছরের এপ্রিল মাসের থেকে অনেকটাই বেশি। এপ্রিল মাসের শেষ বৃষ্টি হয়েছিল পয়লা এপ্রিল। তারপর টানা বারো দিন বৃষ্টির ছিটেফোঁটা ও নেই সারা বঙ্গে। তাপপ্রবাহ এ পুড়ছে কলকাতা,বাঁকুড়া,পুরুলিয়া,আসানসোল সহ রাজ্যের বিভিন্ন এলাকাগুলি। বাকি বছর গুলিতে এপ্রিল মাসে গরমের হার এতটা না থাকলেও এই বছর অনেকটাই ব্যতিক্রম ঘটেছে। তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশেই থাকছে প্রতিদিন।

ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতর ও জানিয়েছে বাঙালি নববর্ষের আগে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ এখনো স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না বাংলা। এই অবস্থায় ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন খুব প্রয়োজন না হলে রোদে বাড়ির বাইরে না যাওয়াই ভালো। বেলা ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত যতটা সম্ভব রোদে না বেরোতেই পরামর্শ দিচ্ছেন তারা। রোদের সময় শিশু,বয়স্ক কিংবা কোনো অসুস্থ ব্যক্তি যাতে রোদে গরমে না বেরোই সেদিকেও খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন। আবহাওয়া দফতর থেকে আরো জানানো হয়েছে লু বওয়ার ও আশঙ্কা রয়েছে। বিভিন্ন পশ্চিমী জেলা যেমন - বর্ধমান,পশ্চিম মেদিনীপুর,পুরুলিয়া,বাঁকুড়া প্রভৃতি জেলাগুলিতে শুষ্ক হওয়া বইবে। এতে শিশু, বৃদ্ধ সবারই শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। পড়ুয়াদের স্কুল এও যেতে হয় তীব্র রোদের মধ্যে। তাই এবার স্কুলে গরমের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার। এবছর রাজ্যের সরকারি স্কুল গুলিতে ২৪ এ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। তবে প্রখর গরমে পড়ুয়াদের সমস্যার কথা ভেবে ছুটির দিনক্ষণ এগিয়ে আনা হয়েছে। নতুন ছুটির দিন ঠিক করা হয়েছে ২ রা মে থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ছুটির দিন ৩ সপ্তাহ এগিয়ে এনেছে শিক্ষা দপ্তর। সমস্ত সরকারি স্কুলগুলিতেই এই নির্দেশিকা পালন করা হবে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। বেসরকারি স্কুলগুলিকে ও ছুটির দিন এগিয়ে আনার অনুরোধ করেছেন তারা। প্রতিবছর মে মাসের শেষের দিকে ছুটির ঘোষণা করা হলেও এই বছর তার ব্যতিক্রম ঘটলো। এপ্রিল এই রোদের এত চোখরাঙানি হলে বাকি মাসগুলিতে কি হবে ভেবেই আতঙ্কিত সবাই। তাই পড়ুয়াদের সুস্থতার কথা ভেবেই ছুটির দিন এগোলো রাজ্য সরকার।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News