দারুণ তাপে ত্রাতা পশ্চিমী ঝঞ্ঝা!

banner

#Pravati Sangbad digital Desk:

আবহাওয়ার পরিবর্তন স্বস্তি এনেছে পরিবেশে। দিনকয়েক আগে পর্যন্তও তাপ প্রবাহের লাল-কমলা সতর্কতা ছিল আবহাওয়া দফতরের তরফে। তবে এখন জারি ঝড়-বৃষ্টির কমলা-হলুদ সতর্কতা। এর মধ্যেই বৃহস্পতিবার ৩৪.৮ মিলিলিটার বৃষ্টি হয়েছে আলিপুরে। পাক্কা ৭ মাস পর গা ভেজানো বৃষ্টি পেল কলকাতা। আবহবিদদের মতে বৃহস্পতিবার পর্যন্ত আধা-বর্ষার আবহেই দিন কাটবে বাংলার।

        গরমের হাত থেকে মুক্তি দিয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। বাংলা থেকে অন্তত ৬ হাজার কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে উৎপত্তি এই ঝড়ের। মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ব্যাখ্যা, “বেশ কিছু ঝঞ্ঝা উত্তর হিমালয় হয়ে সরে যায়, সেগুলোর প্রভাব আমরা তেমন একটা পাই না। কিছু ঝঞ্ঝা অনেকটা দক্ষিণ অক্ষাংশে সরে আসে। তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ দেশের সমতলের একটা বড় অংশ বৃষ্টি পায়। যেমনটা হচ্ছে এখন।”

     একটানা তাপপ্রবাহ চলার পর, ২৭ এপ্রিল বৃষ্টির হাত ধরে মাত্র আড়াই ঘণ্টায় ১৪ ডিগ্রি সেলসিয়াস পারাপতনের সাক্ষী হয়েছিল কলকাতা। দুপুর তিনটে নাগাদ ৩৭ ডিগ্রির ঘরে ছিল পারদ, বিকাল সাড়ে ৫টায় তা নেমে আসে ২৩ ডিগ্রিতে। প্রায় একই ছবি চোখে পড়েছিল ২৪ এপ্রিল। ৩ ঘণ্টায় প্রায় ৯ ডিগ্রি পারাপতন আলিপুরে। সকাল সাড়ে ১১টায় আলিপুরে তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। দুপুর আড়াইটেয় আলিপুরের তাপমাত্রা নামে ২৩.২ ডিগ্রিতে।

    আপাতত আবহাওয়ার দফতরের পূর্বাভাস অনুযায়ী মে-র প্রথম দু’সপ্তাহে দেশে তাপপ্রবাহের আশঙ্কা নেই। তবে জ্যৈষ্ঠে বাড়বে তাপমাত্রা। মে-র দ্বিতীয়ার্ধে ফের তাপপ্রবাহের মুখোমুখি হতে পারে দক্ষিণবঙ্গ।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Ashapurna Das Adhikary

Related News