Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

চলচ্চিত্রে সাবালকত্বঃ ঋতুপর্ণ ঘোষ ও সমসাময়িকদের অবদান

banner

journalist Name : Suchismita Dasgupta

#Pravati Sangbad Digital Desk:

৩০শে মে ২০১৩,আকস্মিক নক্ষত্রপতন বাংলা চলচ্চিত্রের আকাশে। তাঁর বাসস্থান এর নাম 'তাসের ঘরের 'মতই  ভেঙে গেল স্বপ্ন। আপামর বাঙালীর স্বপ্ন ,সে স্বপ্ন ছিল সাবালক জীবনযাপনের ,সাহসিক পদক্ষেপের ;এই স্বপ্নের বীজ প্রত্যেক বাঙালীর মননে বপন করেন শ্রী ঋতুপর্ণ ঘোষ। আজ তাঁর আনন্দলোকের পথে যাত্রার নয় বছরে একটি সম্পৃক্ত আলোচনা যার বিষয় চলচ্চিত্রে সাবালকত্ব ও সাহসী দৃশ্য প্রদর্শন এবং জীবনযাত্রার বাস্তবিকতাকে তুলে ধরা।

সময়টা নব্বইয়ের দশক, চিরাচরিত প্রহারদৃশ্য ছকেবাঁধা প্রণয়কাহিনীর বাইরে বেরতে পারছিলনা বাংলা চলচ্চিত্র, যদিও ইতিপূর্বে  সত্যজিৎ রায়,মৃণাল সেন, তপন সিনহা দের হাত ধরে চেনা ছকের বাইরে বেরিয়ে এসেছিল, কিন্তু সেই অর্থে সাহসিকতা প্রদর্শন করেনি( ব্যাতিক্রম সত্যজিৎ রায় এর 'পিকু', কিংবা তপন সিনহার 'আদালত ও একটি মেয়ে') যেখানে ছিল বক্তব্য, ছিল সংগ্রামী শ্রেণীর ওঠাপড়ার কথা। অন্যদিকে গৌতম ঘোষ,বুদ্ধদেব দাশগুপ্তর কিছু সিনেমা উল্লেখযোগ্য ভাবে সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরলেও প্রকৃত অর্থে  সাহসী ছিলনা।  বিজ্ঞাপন জগতের  জিংগল  লেখা কে ভিত্তি করে উঠে এলেন এক তরুণ,১৯৯২ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা 'হীরের আংটি' উপন্যাসের চলচ্চিত্রায়ন নিয়ে পদার্পণ টালিগঞ্জের টিনসেল টাউনে,শুরু হল জয়যাত্রা যে যাত্রাকে  প্রভাবিত করেছেন সত্যজিত রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাই তার চলচ্চিত্রে বারবার প্রাসঙ্গিক হয়েছে রবীন্দ্রসঙ্গীত। একটু যদি তাঁর ফিল্মগ্রাফি দেখে নি উনিশে এপ্রিলে আমরা দেখেছি মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন, এবং সবচেয়ে উল্লেখযোগ্য 'দহন' যেখানে উঠে এসেছে সত্যঘটনা অবলম্বনে এক নারীর সাথে ঘটে যাওয়া শালীনতাহানির ঘটনার বিরুদ্ধে আরেক নারীর সোচ্চার প্রতিবাদ। 'তিতলি','উৎসব' প্রভৃতি মাইলস্টোন তাঁর যাত্রাপথে বিরাজমান। বিশেষ ভাবে উল্লেখযোগ্য 'বাড়িওয়ালী' ছায়াছবিটি যেখানে এক বাল্যবিধবার কামনা বাসনা যথোচিত ভাবে সন্মান পাক এই ছিল বার্তা। 'চোখের বালি', 'শুভ মহরৎ', 'দোসর'  'আবহমান' আমাদের প্রাপ্তবয়স্ক অথচ মুক্ত মানসিকতায় ভাবতে শিখিয়েছে। শুধুমাত্র বাংলায় সীমাবদ্ধ থাকেনি তার জয়রথ, লাস্ট লিয়র চলচ্চিত্রটি দিয়ে প্রবেশ ঘটে আন্তর্জাতিক পরিমন্ডলে, যেখানে প্রধান চরিত্র গুলিতে আমরা দেখতে পাই অমিতাভ বচ্চন, প্রীতি জিন্টা, অর্জুন রামপালদের মত নাম গুলি। সমসাময়িক দের মধ্যে শ্রীমতী অপর্ণা সেনের ছবিগুলি( 'পারমিতার একদিন', 'পরমা', 'গয়নার বাক্স') কিংবা ঋতুপর্ণ উত্তর সময়ে সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি নির্মিত ছবিগুলিতেও স্বকীয়তা থাকা সত্ত্বেও অনুসরণ স্পষ্ট। বলা যেতে পারে বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের সাবালক পটভূমির পথিকৃৎ তিনি, ঋতুপর্ণ ঘোষ।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News