Flash news
    No Flash News Today..!!
Wednesday, March 19, 2025

চল্লিশে পা দিলেন রোনাল্ডো, রইল একগুচ্ছ রেকর্ডের তালিকা

banner

#Pravati Sangbad Digital Desk :

বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার চল্লিশে পা দিলেন, তবে তার খেলা এবং অর্জন যেন সময়ের সঙ্গে আরও পরিপূর্ণ হয়ে উঠছে। বর্তমানে সৌদি আরবের আল নাসরের হয়ে খেলা রোনাল্ডো তার অসাধারণ কেরিয়ার দিয়ে ফুটবল দুনিয়ায় একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন। সম্প্রতি আল নাসরের হয়ে জোড়া গোল করার মাধ্যমে তার কেরিয়ারে মোট গোলের সংখ্যা পৌঁছেছে ৯২৩-এ। তার পরবর্তী লক্ষ্য এখন ১০০০ গোল। 

জন্মদিনের আগেই রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, তিনি নিজেই তাকে সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার মনে করেন। তার এই বক্তব্য তার কেরিয়ারের সাফল্যের পরিপূরক, যেখানে তিনি প্রতিটি দল এবং প্রতিযোগিতায় নিজের ছাপ রেখে গেছেন। বিশেষ করে, স্পেনের রিয়াল মাদ্রিদে তার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হিসেবে তিনি ৪৫০ গোল করেছেন, যার মধ্যে চারটি চ্যাম্পিয়ন্স লিগও রয়েছে। রিয়াল মাদ্রিদের সোশ্যাল মিডিয়ায় তার ৪০তম জন্মদিনে শুভেচ্ছা জানানো হয়েছে, যেখানে ক্লাবটি লিখেছে, “প্রিয় ক্রিশ্চিয়ানো, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে তোমার ৪০ তম জন্মদিনে উষ্ণ শুভেচ্ছা জানাই। তোমার মতো কিংবদন্তিকে নিয়ে মাদ্রিদের সমর্থকরা গর্বিত। আমাদের ইতিহাসে তোমার অবদান অবিস্মরণীয়। তুমি আর তোমার পরিবারের দিনটা ভালো কাটুক।”

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি

প্রসঙ্গত,  রোনাল্ডো শুধু রিয়াল মাদ্রিদে নয়, তার দীর্ঘ ২৩ বছরের কেরিয়ারে স্পোর্টিং লিসবন, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের মতো বিশ্বের শীর্ষ ক্লাবগুলোতে খেলে রেকর্ড গড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা (১৪০) হিসেবে তার নাম ইতিহাসে লেখা রয়েছে। মজার বিষয়, ৩০ বছর বয়সের আগে তার গোল ছিল ৪৪৩, আর গত দশ বছরে তিনি গোল করেছেন ৪৬০টি। বর্তমানে আল নাসরের হয়ে তিনি ক্লাব ফুটবলে ৭০০টি জয়ও অর্জন করেছেন, যা তার এক আরও অসাধারণ কৃতিত্ব। জাতীয় দলের হয়ে, রোনাল্ডো টানা পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন এবং আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল (১৩৫) করার রেকর্ড তার নামেই। এছাড়া, তিনি সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ (২১৭) খেলার রেকর্ডও গড়েছেন। ইউরো কাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল (১৪) রয়েছে তার নামে। ২০১৮ সালের বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে ৩৩ বছর ১৩০ দিনে তিনি হ্যাটট্রিক করেছিলেন, যা বিশ্বকাপের ইতিহাসে প্রবীণতম হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ড হয়ে দাঁড়ায়।


উলেখ্য,  রোনাল্ডো নিজের লক্ষ্য নিয়ে বলেন, "যদি ১০০০ গোল করতে পারি, তাহলে সেটা চমৎকার হবে। তবে আমি এটা নিয়ে খুব বেশি ভাবি না। আর যদি সেটা করতে পারি, তবে বলব, সংখ্যা মিথ্যা কথা বলে না। কেউ হয়তো মারাদোনা বা মেসিকে সর্বকালের সেরা ভাবতে পারেন, কিন্তু আমি নিজেকে সর্বকালের সবচেয়ে পরিপূর্ণ ফুটবলার মনে করি।" রোনাল্ডোর কেরিয়ারে যে পরিমাণ সাফল্য এবং প্রভাব রয়েছে, তা তাকে ফুটবল দুনিয়ার অন্যতম কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাঁর এই অবদান কেবল ফুটবল বিশ্বে নয়, বরং ক্রীড়াবিশ্বের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Bidisha Karmakar

Tags:

Related News