পাটের সর্বোচ্চ দাম প্রত্যাহার কেন্দ্রের, আজ থেকেই কার্যকর নয়া নির্দেশিকা

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘদিন ধরে পাটের সর্বোচ্চ মূল্য প্রত্যাহার নিয়ে দাবি জানিয়ে আসছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং।  বাংলার পাটচাষীদের স্বার্থের কথা উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শাসক দলের আন্দোলনে যোগ দেবেন বলে হুমকিও দেন।  যা নিয়ে তোলপাড় করে দেয় রাজ্য রাজনীতি।
অর্জুন সিংয়ের লাগাতার চাপে পিছু হটল কেন্দ্র। পাটের সর্বোচ্চ মূল্য নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জুট বোর্ড এই সিদ্ধান্ত প্রত্যাহার করার কথা জানিয়েছে। আজ, শুক্রবার থেকেই কার্যকর হবে এই নয়া নির্দেশ। এই সিদ্ধান্ত প্রত্যাহারের খবর জানিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল নিজেই বিজেপি সাংসদ অর্জুনকে ফোন করেন বলে সূত্রের খবর।
জবাবে এই সিদ্ধান্তের জন্য বস্ত্র মন্ত্রীকে ধন্যবাদ জানান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। জুট বোর্ড পাটের সর্বোচ্চ মূল্য নির্দিষ্ট করে দেওয়ার বিরুদ্ধে গত কয়েক মাস ধরে লাগাতার প্রতিবাদ করে আসছেন অর্জুন।  তারই মধ্যে আবার দলের রাজ্য নেতাদের বিরুদ্ধেও প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে বিস্ফোরক অভিযোগও করেছেন। বলেছিলেন, রাজ্য বিজেপির দায়িত্ব যাঁদের দেওয়া হয়েছে তাঁদের অনেকেই যোগ্য নন। ঘরে বসে ফেসবুক-হোয়াটসঅ্যাপ করেন।

কাঁচা পাটের অতিরিক্ত দাম কমাতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷
প্রসঙ্গত, গত সপ্তাহে শুক্রবার পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক করেছেন তিনি৷ জানিয়েছিলেন, ‘‘পাট ও পাটজাত দ্রব্যের যে অতিরিক্ত দাম বাড়ানো হয়েছিল সেটা আশা করা যাচ্ছে সোম বা মঙ্গলবারের মধ্যে তুলে নেবে৷ বৈঠকে একটি কমিটি গঠন করার কথা আলোচনা করা হয়েছে৷ সেখানে টেক্সটাইল, ফুড, ইন্ডাস্ট্রি ও এগ্রিকালচার এই চারটির সেক্রেটারি দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে৷’
নিজের দাবিতে অনড় থেকে চাপ বাড়ানোর কৌশলে সুফল পেলেন বারাকপুরের বিজেপি সাংসদ । তাঁর দাবিমতো কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা তুলে নিল কেন্দ্র। ২০ মে শুক্রবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে বলে খবর। কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি পাটচাষিরা।
তার আগে তিনি বস্ত্র মন্ত্রীর ডাক পেয়ে দিল্লি গিয়েছিলেন৷ তিনি প্রত্যেক সঙ্গে দেখা করেই একটা কথা বলেছিলেন, যতক্ষণ না এই সমস্যার সমধান হবে ততক্ষণ এই লড়াইটা চালিয়ে যাবেন বলে তিনি জানিয়েছিলেন ৷  
অর্জুন সিং-এর বক্তব্য, ‘‘শ্রমিক ও চাষি কিভাবে বাঁচবে আমাকে ডেকে কিছু বুঝিয়ে দিলেই তো হল না৷ কারণ ওখানে যদি কিছু না হয় তাহলে মানুষ আমাকে তো ক্ষমা করবে না৷ আমি তো দিল্লিতে থাকি না। আমি সব সময় এলাকায় থাকি আমাকে এলাকার মানুষ নিয়ে চলতে হবে৷’
বর্ধিত মূল্যের জন্য বাংলার পাটচাষিদের দুর্দশার শেষ নেই। এঁদের কষ্ট লাঘবের জন্য অর্জুন সিং আসরে নেমে কাঁচা পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের জন্য কেন্দ্রকে চাপ দিতে থাকেন। বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের পাশাপাশি তিনি জুট বোর্ডের সঙ্গেও একাধিকবার আলোচনার টেবিলে বসেন। ৯ মে’র মধ্যে দাম প্রত্যাহারের ডেডলাইনও বেঁধে দিয়েছিলেন তিনি। তাঁর সেই দাবি কতটা গ্রহণ করা হবে, তা নিয়েও বিস্তর আলোচনা চলে জুট বোর্ড ও কেন্দ্রের মধ্যে। শেষমেশ অর্জুনের দাবি মেনে কাঁচা পাটের সর্বোচ্চ দাম প্রত্যাহার করা হল। এর আগে ১ কুইন্টাল কাঁচা পাটের দাম ছিল ৬৫০০ টাকা। শুক্রবার থেকে তা উঠে যাচ্ছে। এতে সুবিধা পাবে জুট কারখানা, ক্ষুদ্র ও কুটিরশিল্প, ছোট পাটচাষিরা।
দেশের পাট শিল্প ক্রমেই রুগ্ন হয়ে পড়ছে৷ বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক জুটমিল৷ যেগুলো খোলা রয়েছে সেইগুলোরও অবস্থা সংকীর্ণ৷ কাঁচা মালের অভাবের কারণে বন্ধ হয়ে যাচ্ছ একাধিক জুটমিল৷ বেকার হয়ে পড়ছেন একাধিক কর্মীরা৷ মূলত পাট ও পাট জাত দ্রব্যের মূল্য কেন্দ্রীর সরকার বেঁধে দেওয়ার পর থেকেই খারাপ অবস্থার মধ্যে পড়ে যায় পাট শিল্প৷ এমনটাই দাবি করেছেন অর্জুন সিং৷

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aditi Sarker

Related News