নিখোঁজ নুসরাত, পোস্টারে ছেয়ে গিয়েছে গোটা এলাকা

banner

#Pravati Sangbad Digital Desk:

নিখোঁজ বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরাত জাহান, সোমবার হঠাৎই এই পোস্টারে ছেয়ে যায় গোটা এলাকা, তার পরেই শুরু হয় রাজনৈতিক তরজা। ঘটনাটি ঘটেছে হাড়োয়া বিধানসভার চাপাতলা পঞ্চায়েত এলাকাই, দেগঙ্গা ব্লকের বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই চাপাতলা পঞ্চায়েত। বিরধু শিবিরের দাবি গোষ্ঠী দন্দের জেরেই এই রকম পোস্টার চোখে পড়ছে, তবে তা মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব।সোমবার সকালে হঠাৎই এই ধরনের পোস্টার চোখে পরে চাপাতলা এলাকাই, পোস্টারের নীচে লেখা সন্ধান চাই, কোথাও বা সাধারণ জনগন কোথাও বা প্রতারিত জনগন, পোস্টার চোখে পড়া মাত্রই সরগল পরে যায় গোটা এলাকা জুড়ে। তবে তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের দাবি, সাংসদের ওপর ক্ষোভের জেরেই এই রকম পোস্টার সামনে এসেছে। তৃণমূল সমর্থকদের দাবি, এলাকার কোন কাজেই নুসরাত জাহানকে পাশে পান না তারা, যার জেরেই ক্ষোভে ফুঁসছে এলাকাবাসি।

চাপাতলা পঞ্চায়েত প্রধান হুমায়ূন রেজা চৌধুরী জানিয়েছেন, “ আগে ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত বসিরহাটের সাংসদ হাজি নরুল ইসলাম সব সময় এলাকার মানুষের পাশে ছিলেন, তাকে সহজেই যে কোন ধরনের বিপদে পাওয়া যেত, কিন্তু বর্তমানে সাংসদ নুসরাত জাহানকে কোন ভাবেই পাওয়া যায় না, কোন দরকারেই তিনি পাশে থাকেন না”। তবে নুসরাত ঘনিষ্ঠদের দাবি অবশ্য অন্য। তারা বলছেন এই কাজ থেকেই স্পষ্ট এটা বিরোধী ছাড়া কেও করতে পারে  না, শুধু তাই নয় এই ঘটনাটি অতি নিন্দা জনক বলেও দাবি করেন তারা। তবে অনেকেই নুসরাতের ওপর সন্তুষ্ট নন, তার কারণ তার অনুপস্থিতি, গত করোনা কালীন সময়েও তাকে কাছে পায়নি সাধারণ মানুষ, শুধু তাই নয় গত বছর আমফানের পরেই তার দেখা মেলেনি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News