শেষ হল অষ্টম নেতাজী সুভাষ রাজ্য গেমস, দুর্দান্ত ফল মহিলা দলগুলির

banner

#Pravati Sangbad Digital Desk:

কেটে গিয়েছে করোনা ভয়, ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছে জীবন। স্বাভাবিক হয়েছে জন জীবন খুলেতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়,বিকেল হলেও মাঠে ভিড় কচিকাঁচাদের, দেশে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে ৫০ শতাংশ দর্শক নিয়ে সব মিলিয়ে ছন্দে ফিরতে শুরু করেছে খেলাধুলো। গত সপ্তাহতেই ছিল রাজ্য অ্যাথলেটিক মিট, তার শেষ হওয়ার ৭ দিনের মাথাতেই শেষ হল অষ্টম নেতাজী সুভাষ রাজ্য গেমস, আর তাতেই মেয়েদের বক্সিং এ পঞ্চাশ কেজি ওজন তুলে সোনা জিতলেন নেহা সাউ, তার বিপরীতে ছিলেন এ রাজ্যেরই মেয়ে , দার্জিলিং এর বাসিন্দা আঞ্জেলিনা।
অন্যদিকে রাজ্য সাঁতারে প্রথম স্থানের অধিকার পেয়েছে হাওড়া এবং দ্বিতীয় স্থানে রয়েছে হুগলী জেলা, রাজ্য  মহিলা দলের সাঁতারে ৫০ এবং ১০০ মিটারের বাটারফ্লাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, তাতেই সোনা জিতেছেন নীলাব্জা ঘোষ। আবার পুরুষ কাবাডি বিভাগে প্রথম হয়েছে বালি যুবক সমিতি এবং দ্বিতীয় হয়েছে উত্তর ২৪ পরগণা, একই সাথে মহিলা কাবাডি বিভাগে প্রথম স্থান পেয়েছে হুগলী জেলা। আবার আইসিজিসি ময়দানে লং বল বিভাগে সোনা জিতেছেন রিমা পাওয়ার।

প্রতিযোগিতার শেষ দিনে হরিণঘাটার এমএসিএইউটি  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রিয়া মন্ত্রী অরূপ বিশ্বাস,সেই সাথে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এর সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যাক্তিরা। এদিন বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশন এর সভাপতি রাজ্য গেমসের জন্য সরকারি অনুদানের অঙ্ক বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার আর্জি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে, তিনি আরও জানান পরের বছর প্রতিযোগিতা আরও বড় ভাবে পালন করা হবে। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News