সহকারী শিক্ষকের চাকরি বাতিল করল স্কুল সার্ভিস কমিশন

banner

#Pravati Sangbad Digital Desk:

কিছুদিন আগেই স্কুলের গ্রুপ সি এবং ডি এর কর্মী নিয়োগের পর শিক্ষক নিয়োগ বাতিল করেছিল কলকাতা। অভিযোগ ছিল মুর্শিদাবাদে ৬ শিক্ষককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল এবং তাদের বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতি বিরাজমান আদালতের সম্মুখীন হয় বারবার স্কুল সার্ভিস কমিশন। এইবারে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তার জন্য আদালতের নির্দেশের আগে স্কুল সার্ভিস কমিশনকে সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে। স্কুল সার্ভিস কমিশন নিজে থেকেই বাতিল করল শিক্ষকদের পরীক্ষা। এই নিয়ে বহুবার দুর্নীতির অভিযোগ ওঠে এসএসসিতে। সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ আসার পর দুজন শিক্ষকদের বাতিল করা হয়। জানা গেছে ২০১৬ সালে এসএমএসের মাধ্যমে বাংলা বিষয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে এবং মামলা করেন বর্ণালী সাহা। পরর্বতী সময়ে দুজন বেআইনি পথে বাংলা বিষয়ে শিক্ষকতায় যোগদান করে অথচ তাদের নাম মেধা তালিকায় অনেক শেষে। ফলে এই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেয় স্কুল সার্ভিস কমিশন এবং আদালতের সাহায্যে তাদের চাকরি বাতিল করা হয়। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ে স্বচ্ছতার প্রশ্ন আসছে। এবার আর হাইকোর্টকে তৎপর হতে হয়নি কমিশন নিজেই বাতিল করেছে শিক্ষকদের চাকরি।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sagarika Chakraborty

Tags:

Related News