দূরপাল্লার ট্রেনের বার্থ সংক্রান্ত খুঁটিনাটি

banner

#Pravati Sangbad Digital Desk:

আমরা সকলেই ট্রেনে যাতায়াত করতে পছন্দ করি, আর তা যদি হয় দূরপাল্লার ট্রেন সাথে থাকে জানলার ধারের সিট, তাহলে তো কোথায় নেই, গোটা পথটাই কাটিয়ে ফেলা সম্ভব জানলার বাইরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। ভারতীয় রেল প্রতিদিন কয়েক লক্ষ যাত্রীকে নিজের গন্তব্যে নিয়ে যায়, অন্যদিকে ভারতে আর্থিক লাইফ লাইন হিসাবেও রেলের ভূমিকা রয়েছে। ভারতে প্রথম রেল যাত্রা শুরু করেছিলো ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল, সেই ১৮৫৩ সাল থেকে এখনও পর্যন্ত স্বমহিমায় ছুটে চলেছে।
তবে ভারতীয় রেলে যাত্রা করার জন্য ন্যায্য টিকিট কাটার পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু নিয়ম, যা আমাদের অনেকেরই অজানা। বিশেষ করে ট্রেনের স্লিপার ক্লাস, তৃতীয় শ্রেণির শীততাপ নিয়ন্ত্রিত কামরা হোক বা দ্বিতীয় এবং প্রথম শ্রেণির শীততাপ নিয়ন্ত্রিত কামরা। যাত্রীদের মধ্যে বেশিরভাগই পছন্দ করেন লোয়ার বার্থ যাতে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করতে করতে যাত্রা করা সম্ভব, আবার অনেকেরই পছন্দের হল আপার বার্থ, তার কারণ উপরের বার্থে কোন ঝক্কি ঝামেলাই নেই, আরাম করে ঘুমাতে ঘুমাতে কিম্বা বই পড়তে পড়তে যাত্রা করা যায়, তবে সকলের অপছন্দের বার্থ হল মিডল বার্থ। অন্য দিকে বয়স্ক মানুষরা শারীরিক সমস্যার জন্য লোয়ার বার্থ বেঁছে নেন, আবার অনেক সময় ভারতীয় রেল বয়স্ক যাত্রীদের জন্য লোয়ার বার্থ অ্যালোট করে থাকে। তবে মিডল বার্থকে অপছন্দ করার পেছনে বড় কারণ হল, মিডল বার্থের যাত্রী নিজের ইচ্ছে মতো যখন খুশি নিজের বার্থ নামিয়ে শুতে পারেন না, আর ভারতীয় রেলের আইন অনুযায়ীও সেটি করা সম্ভব নয়।

রেলের নিয়ম অনুযায়ী মিডল বার্থ এর যাত্রী রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নিজের সিট খুলে শুয়ে থাকতে পারেন, কিন্তু রাত ১০টার আগে বা সকাল ৬টার পরে যদি সেই যাত্রী নিজের সিট খুলে রাখেন তাহলে লোয়ার বার্থের যাত্রীর কোন রকম অসুবিধা হলে ট্রেনে রানিং টিটিকে অভিযোগ জানাতে পারেন। ঠিক একই ভাবে লোয়ার বার্থের যাত্রী যদি মিডল বার্থের যাত্রীকে রাত ১০টার পরেও নিজের সিট খুলতে না দেন, তাহলে মিডল বার্থ এর যাত্রী তার বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারেন।
রেলের সিট সংক্রান্ত নিয়মের পাশাপাশি স্লিপার কামরার বাতি নিয়েও নতুন নিয়ম চালু করেছে ভারতীয় রেল, সেই নিয়ম অনুযায়ী রাত ১০টার পরে কোন যাত্রী কামরার আলো জ্বালিয়ে অন্য যাত্রীর অসুবিধা করতে পারবে না, তবে কোন যাত্রী যদি রাত ১০টার পরে ট্রেনে ওঠেন তাহলে টার ক্ষেত্রে নিয়ম আলাদা।

 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News