অসম্ভব সুন্দর এই রেল স্টেশন

banner

#Pravati Sangbad Digital Desk:

রেল ভারতের জীবনযাত্রায় একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল ব্যাবস্থা রয়েছে এই ভারতে ।প্রতিদিন প্রায় কয়েক কোটি মানুষ রেল পরিষেবা গ্রহণ করেন ।কাছে পিঠে যাত্রা হোক কিংবা দূরে কোথাও ভ্রমণ ,সাধারণ মানুষ রেল কেই বেছে নেন ।রেল এ ভ্রমণ হয় স্বস্তি জনক ও অন্যান্য গণপরিবহন ব্যবস্থার তুলনায় রেল এর ভাড়াও অনেক কম । তাই বেশির ভাগ মানুষ ই রেল এর পরিষেবা নিতে পছন্দ করেন। আবার বহু সিনেমা তেই ট্রেন এর দৃশ্য থাকায় অনেকের কাছে ট্রেন এ যাত্রা টা বেশ ফিল্মি একটা ব্যাপার ।এরোপ্লেন এ যেমন দ্রুত যাত্রা সম্ভব তেমন ট্রেন এ যাত্রায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায় গন্তব্য স্থলে ।তাই হতে বেশ কিছুটা সময় থাকলে এরোপ্লেন এ না গিয়ে একবার রেল এ ভ্রমণ করা যেতেই পারে।ভারতের চারিপাশে কত সৌন্দর্য ছড়িয়ে রয়েছে সেগুলো জানা সম্ভব একমাত্র রেল যাত্রায়। রেল ও যাত্রীদের সুবিধার্থে নানান উন্নয়নমূলক কাজ করে চলেছে ।সম্প্রতি চালু হয়েছে ' অমৃত ভারত স্টেশন স্কিম ' যাতে ভারতের বিভিন্ন রাজ্যের নানান স্টেশন গুলির মেরামত এর কাজ চলছে ও নতুন ভাবে তৈরি করা হচ্ছে রেল স্টেশন গুলিকে।রেল এর যাবতীয় প্রকল্প কিংবা উন্নয়নমূলক কার্যের কথা সমাজ মাধ্যমে দেশবাসীর সঙ্গে ভাগ করে নেন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।তিনি তার সোশাল মিডিয়া একাউন্ট এ প্রায়শই রেল এর নানান ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন ।অনেকসময় রেল পথের ও ছবি ধরে করেন তিনি ।সম্প্রতি ,তিনি এমন ই একটি রেল পথের ছবি শেয়ার করেন ,যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় গণমাধ্যমে। অসম্ভব সুন্দর একটি রেলপথের ছবি পোস্ট করেন রেলমন্ত্রী ।ছবিতে দেখা যাচ্ছে ,চারিদিকে সূর্যমুখী ফুলের ক্ষেত ,যা ঢেকে রয়েছে অসংখ্য সূর্যমুখী ফুলে ।আর তার মাঝখান দিয়েই চলেছে ট্রেন ।পেছনে দেখা যাচ্ছে কিছু নারকেল গাছ আর নীল দিগন্ত বিস্তৃত আকাশ ।ঠিক যেনো ক্যানভাস এ রংতুলি দিয়ে আঁকা কোনো ছবি। ছবিটি দেখে মুগ্ধ দেশবাসী ।অনেকেই ছবিটি শেয়ার করেছেন ।ছবিটি টুইটার অ্যাকাউন্ট এ পোস্ট করার পর সেটি দেখেন ১ লক্ষ ১৭ হাজারের ও বেশি জন ।ছবিটি লাইক করেন ৫ হাজারের ও বেশি মানুষ।কমেন্টের ঝড় বয়ে যায় ।অনেকেই প্রশংসা করেন ভারতের সৌন্দর্য্য এর ।কমেন্ট এ কেউ কেউ লেখেন " এটাই আমার দেশ ভারতবর্ষ " ,কেউ লেখেন " ভারতের ট্রেন যাত্রার এই সৌন্দর্য অতুলনীয় " আবার কেউ লেখেন ," ফুলের সাথে ট্রেন এর রঙ মিলে মিশে একাকার হয়ে গিয়েছে "। ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই দেশবাসী কে আকৃষ্ট করেছে এই সৌন্দর্য ।সবাই জানতে চায় কোন জায়গার ছবি এটি ।সেই উত্তর ও দিয়েছেন খোদ অশ্বিনী বৈষ্ণব ই।তিনি জানান এই ছবিটি বিরুর স্টেশন এর কাছে তোলা ।কর্ণাটক এর চিকমাগলোর জেলাতে এই বীরুর স্টেশন টি অবস্থিত।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Srimita Sasmal

Tags:

Related News