তীব্র দাবদাহের পর, রাজ্যে এবার নিম্নচাপের ভ্রূকুটি

banner

#Pravati Sangbad Digital Desk:

দেশের উত্তর পশ্চিমের রাজ্যগুলির ওপর দিয়ে কিছু দিন আগেই বয়ে গিয়েছে তাপের বন্যা, যার জেরে এই রাজ্যেও তড়িঘড়ি স্কুল কলেজে গরমের ছুটি এগিয়ে নিয়ে এসেছে রাজ্য সরকার। কিন্তু বর্তমানে পরিস্থিতি আগের থেকে অনেক ভালো, দক্ষিণবঙ্গে দেখা মিলেছে কালবৈশাখীর, যার জেরে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্যবাসী, সেই সাথে উত্তর পশ্চিম ভারতের মানুষ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তর- পশ্চিম ভারতের কোন অংশেই আর তাপ প্রবাহের সম্ভাবনা আর নেই। সেই সাথে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু অঞ্চলে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
মৌসম ভবনের তরফ থেকে জানানো হয়েছে, উড়িষ্যার কাছে একটি ঘূর্ণিঝড় লক্ষ্য করা গিয়েছে, যার জেরে দক্ষিণ আন্দামান সাগরে একটি নিন্মচাপের আশঙ্কা করা হয়েছে। মৌসম ভবনের তরফ থেকে আরও জানানো হয়েছে নিম্নচাপ ক্রমেই শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে এগিয়ে আসবে। হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে যদি নিম্নচাপটি নিজের অভিমুখ বরাবর এগোয় তাহলে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ বা এই রাজ্যের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, যদি নিম্নচাপটি পূর্ব উপকূল ধরে এগোতে থাকে তাহলে তাকে অনেকখানি পথ অতিক্রম করতে হবে, যার জেরে নিন্মচাপ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে। আবহাওয়াবিদেরা আরও জানিয়েছেন আজ একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে, যা পরবর্তী ৪৮ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে শনিবার পর্যন্ত রাজ্যে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News