আজ দুদিনের বাংলা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রয়েছে বিস্তর কর্মসূচী

banner

#Pravati Sangbad Digital Desk:

গত বছরের বিধানসভা নির্বাচন, আর তারপর আজ বৃহস্পতিবার রাজ্যে ফের আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপির শীর্ষ সারির নেতারা কার্যত বাংলা দখলের আশায় দিল্লি বাংলা ডেলি প্যাসেঞ্জার হয়ে পড়েছিলেন, কিন্তু তাতেও লাভ খুব একটা হয়নি। দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ জে.পি. নাড্ডা এমনকি খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার ছুটে এসেছেন এই রাজ্যে ভোট জয়ের আশায় কিন্তু এত কিছুর পরেও কোন সুরাহা হয়নি। আর আজ ফের এক বছর পর দুদিনের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

জানা গিয়েছে দিল্লীর ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে বাংলার উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ২০২১ সালের বিধানসভা ভোটে ভারতীয় জনতা পার্টি ভরাডুবির পরে, বর্তমানে এ রাজ্যে বেশ টালমাটাল অবস্থা গেরুয়া শিবিরের, ভাঙ্গনের ধারা অব্যাহত, অনেকেই মনে করছেন বঙ্গ বিজেপির ভাঙন রোধেই এ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জানা গিয়েছে দুই দিনের বাংলা সফরে তিনি বঙ্গ বিজেপির নেতাদের সাথে সাংগঠনিক বৈঠকে বসবেন। দলের সাংগঠনিক বৈঠক ছারাও রয়েছে আরও একাধিক কর্মসূচী। সফরের প্রথম দিনে অর্থাৎ আজ স্বরাষ্ট্র মন্ত্রী ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এর দক্ষিণবঙ্গ সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করবেন,সেই সাথে আরও জানা গিয়েছে সুন্দরবনের সীমান্তবর্তী এলাকায় ৬টি ভাসমান বর্ডার আউটপোস্টের উদ্বোধন করবেন, সেই সাথে উদ্বোধন করবেন ভাসমান অ্যাম্বুলেন্সের। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী হরিদাসপুরে এক সংগ্রহশালার উদ্বোধনও করবেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, শুধুমাত্র বঙ্গ বিজেপিকেই চাঙ্গা করতে অমিত শাহের এই সফর, তাদের মতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর বাংলার বিজেপি কর্মীদের ইন্ধন জোগাতে পারে। শুধু তাই নয় আগামী জুন মাসে রাজ্য সফরে আসতে পারেন জে.পি. নাড্ডা এবং জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Related News