মে মাস থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি

banner

#Pravati Sangbad Digital Desk:

প্রখর দাবদহে মধ্যে মে মাস থেকে শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি আর তার সাথে হবে 'পাড়ায় সমাধান' কর্মসূচি। তীব্র দাবদাহের মাঝে এই কর্মসূচি শুরুর আগেই ২৭শে  এপ্রিল জরুরি বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।লক্ষ্য, রাজ্যের সমস্ত দপ্তরের মধ্যে সমন্বয়কে আরও মসৃণ করা। পাশাপাশি, গোটা প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত সচিব-আধিকারিকদের ধন্যবাদ জানাতে পারেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ৫ মে থেকে ৫ জুন পর্যন্ত 'দুয়ারে সরকার' কর্মসূচি চলার কথা। নবান্ন সূত্রে খবর, রাজ্যে মোট ১.৩৭ লক্ষ দুয়ারে ক্যাম্প হয়েছে। ৬ কোটি ৪৪ লক্ষ মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে এসেছেন। তার মধ্যে ৪ কোটি ৫০ লক্ষ মানুষ পরিষেবা পেয়েছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি জানিয়ে দিয়েছিলেন, দুয়ারে সরকারের মাধ্যমে এখনও মানুষের আবেদন জমা পড়ছে। এই প্রকল্প চলবে। তার আগেই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব, বিভাগীয় সচিবদের পাশাপাশি বৈঠকে থাকবেন বিভিন্ন জেলার জেলা শাসক, পুলিশ সুপাররা। তাঁরা ভারচুয়ালি যোগ দেবেন বৈঠকে। প্রশাসনিক মহল মনে করছেন, দুয়ারের সরকারের মাধ্যমে রাজ্যের একাধিক সামাজিক সুরক্ষা মূলক জনগণের কাছে সহজে পৌঁছেছে। স্বাস্থ্যসাথী থেকে লক্ষ্মীর ভান্ডার- বিপুল সাফল্য পেয়েছে। সেই কারণেই এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, কিছুদিন আগে উত্তরপ্রদেশের এলাহাবাদে পুরষ্কৃত হয়েছে রাজ্যের 'দুয়ারে সরকার' প্রকল্প। এই প্রকল্পগুলি বাস্তবায়িত করতে পরিশ্রম রয়েছে সচিব থেকে সরকারি আধিকারিকদের। তাঁদের সেই পরিশ্রমকে ধন্যবাদ জানাতে চান মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। আর এই বৈঠকেই সেই কাজ সারবেন তিনি। জানা গিয়েছে, বুধবার বিকেল তিনটে নাগাদ নবান্নে এই জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News