পিকের কংগ্রেসে যোগদান নিয়ে জল্পনা, ২০২৪ এর নতুন প্যানেল গড়লেন সোনিয়া

banner

#Pravati Sangbad Digital Desk:

কংগ্রেকে ছাড়া  ২০২৪-এ বিজেপিকে হারানো সম্ভব নয়। কংগ্রেসের প্রয়োজনীয়তা বুঝেই ভোট কৌশলী প্রশান্ত কিশোর সোনিয়া গান্ধীর ও রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেসের হাতে তুলে দিয়েছেন কৌশল-পত্র। অর্থাত্‍ কোন আঙ্গিকে তিনি ঘূঁটি সাজাবেন ২৪-এর জন্য, তা প্রস্তাব আকারে সোনিয়া গান্ধীকে তিনি দিয়েছেন। কয়েকদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক ভাবে বৈঠক করে চলেছেন প্রশান্ত কিশোর। তাঁর কংগ্রেসে যোগদানও সময়ের অপেক্ষা বলেই শোনা যাচ্ছে।
কংগ্রেস 'পিকে কমিটি'র দেওয়া রিপোর্ট গুলিকে খুটিয়ে দেখার জন্য সনিয়া গান্ধী  দিগ্বিজয় সিং, মুকুল ওয়াসনিক, রণদীপ সুরজেওয়ালা, কেসি ভেনুগোপাল, পি চিদাম্বরম, অম্বিকা সোনি, জয়রাম রমেশকে নিয়ে একটা কমিটি গঠন করেন। কিন্তু ২৫শে এপ্রিল পিকে নিয়ে সিদ্ধান্ত জানাবে কংগ্রেস। দক্ষিণে কেসিআর-কে জেতানোর দায়িত্ব নেওয়া পিকে কি আদৌও কংগ্রেসে যোগ দেবেন, সেটা আজও পরিষ্কার হল না। তবে সূত্রের খবর পিকে-র কংগ্রেসে যোগদান নিয়ে তেমন কোন জটিলতা নেই। কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে পিকে-র বেশ কিছু সাজেশানকে গুরুত্ব দিলেন দলের শীর্ষ নেতারা। এর মধ্যে আবার ঘুরে দাঁড়াতে আগামী ১৩ মে থেকে তিনদিনের নব সঙ্কল্প চিন্তন শিবিরের আয়োজন করছে কংগ্রেস। রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের এই চিন্তন শিবিরে দেশের সব প্রান্তের ৪০০ জন নেতা যোগ দেবেন।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : SRIJITA MALLICK

Related News