Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

তাপপ্রবাহে ঝলসাচ্ছে দক্ষিণবঙ্গ সহ কলকাতা

banner

journalist Name : Aditi Sarker

#Pravati Sangbad Digital Desk:

গত কয়েকদিন ধরে আবহাওয়া অফিস কালবৈশাখী, বৃষ্টির পূর্বাভাস দিলেও কোন ঝড় বা এক ফোঁটা বৃষ্টিরও দেখা পায়নি জেলার মানুষ। তার বদলে আকাশের মেঘ সরে গিয়ে বাড়িয়েছে তাপমাত্রা। হাওয়া অফিসের সূত্রের খবর, এখনও পর্যন্ত কোন রকম স্বস্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবকাসী। বাড়বে আরও গরম। আজকের সর্বোচ্চ তাপমাত্রা-৩৯ডিগ্রি সেলসিয়াস, যা এই মরসুমে সর্বোচ্চ। 
তবে যতই গরম পড়ুক সাধারণ মানুষকে পেটের টানে বেরোতে হবে রাস্তায়। স্বস্তি পেতে যারা ভিজে রুমাল মুখে জড়িয়েছিলেন, কয়েক মিনিটের মধ্যেই সেই রুমাল শুকিয়ে অবস্থা যে কে সেই। বাস চালকরা বলছেন, ইদানীং দুপুর ১২টায় যাত্রী সংখ্যা ক্ষীণ। ট্রেনের যাত্রীদের অবস্থাও শোচনীয়। তপ্ত চাটুর মত অবস্থা যাত্রীদের। প্রখর রদ থেকে বাঁচতে ছায়ার খোঁজ করছে বিপন্ন পথচারীরা। সকাল ৬টা থেকে রোদের তেজ দেখে মনে হচ্ছে ৯টা বাজে। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে অত্যধিক গরম। আগামী ৪/৫ দিন এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। 
শহরের এমন অসয্য অবস্থার কথা ব্যাখ্যা করতে গিয়ে আবহবিদরা বলছেন, “মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গ অন্তত সাতটা কালবৈশাখী পায়। কিন্তু এই বছর একটাও এমন ঘটনা ঘটেনি। তাই বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা লাগাম দেওয়ার মত কোন পরিস্থিতি তৈরি হয়নি।” আগামী ৪/৫ দিন আরও তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা ৪০ডিগ্রি ছাড়ানোর আশঙ্কা থাকছে, এমনটাই হাওয়া অফিসের খবর। 

এই গরম থেকে বাঁচতে কি করবেন-
  • হালকা সুতির পোশাক পরে বাইরে বেরোন। রোদে বেরোলে ছাতা বা টুপি, বাইক চালালে ভিজে রুমাল ব্যবহার করুন।
  • এই গরমে সহজ পাচ্য খাবার খান। দই, ঘোল, ডাব, ফলের রস, ছাতু, অন্যান্য সরবত, পাতলা ঝোল, আম ডাল। টাটকা স্যালাড আর ফল রাখুন মেনুতে। 
  • রোজ কমপক্ষে ৩/৪ লিটার জল খান। তেষ্টা না পেলেও নির্দিস্ট সময় অন্তর জল খান। ওয়ারএস বা নুন-চিনির জল খেতে পারলে আরও ভালো।
  • খুব গরমে এসিতে ঢোকার সময় নাকে-মুখে রুমাল চেপে ঢুকুন। 
  • ঠাণ্ডা লাগার ধাঁচ না থাকলে দিনে ২বার ঠাণ্ডা জলে স্নান করুন। 
  • গরমে কাজের ফাঁকে বারবার ছখে-মুখে-ঘাড়ে জলের ঝাপটা দিন।
  • সামান্য অসুস্থ বোধ করলে ঝুঁকি না নিয়ে চিকিৎসকের দ্বারস্থ হন। 

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

রাজ্য
Related News