চৈত্রের গরমে উতপ্ত উপনির্বাচন, হালকা মেজাজে বাবুল সুপ্রিয়

banner

#pravati sangbad Digital desk:

বালিগঞ্জে ভোট পড়েছে ৪১.১০শতাংশ। আসানসোলে ৬৪.০৩শতাংশ ভোট পড়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রায় আড়াই লক্ষ ভোটারের মধ্যে মাত্র  ভোট পড়েছে ৪১.১০শতাংশ, তুলনায় আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোটের হার বেশি। তবে গত লোকসভা নির্বাচনে যত শতাংশ ভোট পড়েছিল এবার সেই শতাংশ  কিছুটা কম, যা উপনির্বাচনে স্বাভাবিক। ভোটের নিরাপত্তায় মোতায়েন ছিল ১২১কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ৫১শতাংশ বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা, তা সত্ত্বেও অশান্তি এবং বিরোধীদের অভিযোগ এড়ানো গেল না।  
আসানসোলের উপনির্বাচনে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আটকাল পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কে জড়ালেন বিজেপি নেতা! লিখিত নির্দেশ ছাড়াই বারাবনিতে সংবাদমাধ্যমকে আধঘণ্টার বাধা, গাড়ি আটকাল পুলিশ। এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি, জানাল কমিশন। চাওয়া হল রিপোর্ট।
এদিকের তুলনায় বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচন ছিল অনেকটাই শান্তিপূর্ণ।ভোটের দিন খোশমেজাজে বাবুল সুপ্রিয়। নতুন কালো  মার্সিডিজ চালিয়ে বুথে বুথে ঘোরার পর দেশপ্রিয় পার্কে নির্বাচনী কার্যালয়ে কর্মীদের সঙ্গে বসে শিঙাড়া, খাস্তা কচুরি দিয়ে জলযোগ সারলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী। 
‘রিম ঝিম ঝিম বৃষ্টিতে, আমার সারাদিন শুধু তুমি তুমি তুমি করে’ -ভোটের দিন লেডি ব্রেবোর্ন কলেজের বুথে গিয়ে মান্না দে-র গান গাইলেন  তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। সুব্রত মুখোপাধ্যায়কে সম্মান জানাতে এভাবে গান গেয়ে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি, মন্তব্য করেন বাবুল সুপ্রিয়।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aditi Sarker

Related News