বাংলায় সমস্ত শূন্যপদেই শিক্ষক নিয়োগ : বললেন শিক্ষামন্ত্রী

banner

#Pravati Sangbad Digital Desk:

দীর্ঘ দিন আটকে আছে রাজ্যে শিক্ষক নিয়োগ সহ একাধিক নিয়োগ প্রক্রিয়া। এর ফলে বেশ সমস্যায় পড়েছেন এই রাজ্যের চাকরি প্রার্থীদের একটা বড় অংশ। এমন সময় নিয়োগ নিয়ে ভালো খবর শোনালেন শিক্ষামন্ত্রী। 'রাজ্যে শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে।' বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, "দ্রুত শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তবে এখন নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে। সেই সমস্যার দ্রুত সমাধান হবে। দ্রুত নিয়োগ হবে।"  শিক্ষামন্ত্রী আরও বলেন, "আগামী-দিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই আমরা এগোচ্ছি। কী ভাবে কবে সেটা এখনই সুনির্দিষ্ট বলা সম্ভব নয়। তবে আমরা নিয়োগ করব।" প্রসঙ্গত, বর্তমানে বারবারের রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিপ্রার্থীরা। টেট উত্তীর্ণরা নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। কখনই বিকাশ ভবনের সামনে, কখনও হাজরা উত্তপ্ত হয়েছে। পারদ চড়েছে জেলাগুলিতেও। চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, তাঁদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে বার বার।

মনে করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর এমন আশ্বাস চাকরিপ্রার্থীদের জন্য যথেষ্টই গুরুত্বপূর্ণ।  এদিকে, টেট উত্তীর্ণরাও নিয়োগের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। মাঝে মধ্যেই সেই বিক্ষোভের তীব্রতা এতটাই থাকে যে তা উঠে আসে খবরের শিরোনামেও। এমনকি, জেলাগুলিতেও একই ছবি পরিলক্ষিত হয়েছে। বিগত সপ্তাহেই চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং তাঁদের অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে। এমতাবস্থায়, শিক্ষামন্ত্রীর এহেন বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও, শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে খুব একটা খুশি হতে পারছে না চাকরিপ্রার্থীরা। এর কারণ হিসেবে অনেকেই জানিয়েছেন, গত বিধানসভা অধিবেশনেও শিক্ষামন্ত্রী বলেছিলেন, দু’মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। কিন্তু আদৌ তা বাস্তবায়িত হয়নি। পাশাপাশি, এই বিষয়টি মনে করিয়ে দিয়ে সরব হয়েছিলেন বিরোধীরাও। এমনকি, মুখ্যমন্ত্রীও দ্রুত নিয়োগের প্রসঙ্গ জানিয়েছিলেন। তবে, সম্প্রতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন, এবার খুব তাড়াতাড়ি শিক্ষক নিয়োগের পথেই হাঁটছেন তাঁরা। 

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Debopriya Banerjee

Related News