ইউক্রেনের ঋন অনুমোদন

banner

#Pravati Sangbad Digital Desk:

ইউক্রেনের জন্য ৭২৩ মিলিয়ন ডলার ঋণ ও অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি যারা নারী ও শিশুদের আশ্রয় দিয়েছে তাঁদেরও সহায়তা করা হবে। জানা গিয়েছে, যুক্তরাজ্য থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিশ্বব্যাংক জানিয়েছে, ইউক্রেনকে সহায়তায় ৮ কোটি ৯০ লাখ ডলার আসছে নেদারল্যান্ড থেকে। সুইডেন দিচ্ছে পাঁচ কোটি ডলার। জাপান থেকে আসছে ১০ কোটি ডলার। অন্যান্য দেশ, যেমন- যুক্তরাজ্য, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ডও এই প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে। এসব দেশের সমন্বয়ে মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ডে (এমডিটিএফ) জমা পড়েছে ১৩ কোটি ৪০ লাখ ডলার। এমডিটিএফ থেকে আরো অনুদানের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস এক বিবৃতিতে বলেন, রাশিয়ার আগ্রাসনের কারণে সৃষ্ট সহিংসতা ও চরম বিপর্যয়ের মুখে ইউক্রেন ও এর জনগণকে সহায়তা করার জন্য বিশ্বব্যাংক দ্রুত পদক্ষেপ নিচ্ছে। বিশ্বব্যাংক ইউক্রেন ও ওই অঞ্চলের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই সংকটের সুদূরপ্রসারী মানবিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ আমরা নিচ্ছি, যার শুরুতে এই ঋণ-অনুদান অনুমোদন করা হলো।
ইউক্রেনকে ৫০ কোটি ডলারের ঋণের পাশাপাশি ৭৮ লাখ ডলার মূল্যের অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিচ্ছে কানাডা। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন যে, “১২ কোটি ডলারের ঋণ ও অস্ত্রের পূরবর্তী যে ঘোষণা তার বাইরে এ সহায়তা দেওয়া হবে। পুর্ববর্তী প্রতিশ্রুতি অনুযায়ী ঋণ ও অস্ত্র সহায়তা ইউক্রেনকে আগেই সরবরাহ করেছে কানাডা।”

জাস্টিন ট্রুডো এও বলেন যে, “আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ দেওয়া হয়েছে ইউক্রেনের বিশেষ অনুরোধেল পরিপ্রেক্ষিতে।” যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস ও পোল্যান্ডের কাছ থেকে এ ধরনের অস্ত্র সহায়তা এরই মধ্যে পেয়েছে ইউক্রেন। কানাডিয়ান ও বিশ^কে এটা জানানো গুরুত্বপূর্ণ যে ইউক্রেন ও এর স্বাধীনতা রক্ষায় কানাডা সহায়তা করে যাবে। ইউক্রেনিয়ান কানাডিয়ান কংগ্রেসের জাতীয় প্রেসিডেন্ট আলেক্সান্দ্রা শিকজিস এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বলেন, ইউক্রেনে অস্ত্র পাঠানো কানাডার নীতিতে বড় ধরনের পরিবর্তন আসার ইঙ্গিত। ইউক্রেনের অর্থনীতিকে অস্থিতিশীল করতে রাশিয়ার যে চেষ্টা তাকে রুখতে কাজে আসবে ঋণের অর্থ। ইউক্রেনের নজিরবিহীন এই দুঃসময়ে কানাডা আবারও প্রমাণ করলো যে, তারা ইউক্রেন ও ইউক্রেনের নাগরিকদের সত্যিকারের বন্ধু।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News