Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছি বারুইপুরের মানুষের কাছে একটা সুন্দর পুরসভা উপহার দেওয়ার জন্য

banner

journalist Name : Aditi Sarker

#Exclusive Candid Interview:

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস মহাশয় প্রভাতী সংবাদের টিমের সাথে সাক্ষাৎকারে, এবারের পৌরসভা নির্বাচন নিয়ে কিছু কথা জানান। তিনি বারুইপুর পৌরসভায় গত দুইবার জয়ী হয়েছিলেন, এবারও তৃণমূলের প্রার্থী মনোনীত হয়ছেন | তিনি বর্তমানে বারুইপুর পশ্চিমের তৃণমূল কংগ্রেসের সভাপতি। তিনি বর্তমান বিধান সাভার স্পিকার, বিমান বন্দ্যোপাধ্যায়ের রিপ্রেসেনটেটিভ হিসাবে কাজ করছেন। তিনি এবারও ১২ নাম্বার ওয়ার্ডের তরফ থেকে নির্বাচনে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। 
মাননীয় গৌতম কুমার দাস আমাদের জানান তাঁর দল ২২ বছর ধরে পুরসভা পরিচালনা করছে। তারা দুটি সুইমিংপুল, মাল্টি সুপার স্পেশালিস্ট হাসপাতাল, ছোটদের জন্য প্রায় কুড়ি খানা ছোট বড় পার্ক, পানীয় জলের জন্য বুস্টার পাম্পিং সিস্টেম তৈরি করেছেন। এছাড়াও একাধিক মেস্টিক রাস্তা তৈরি করেছেন।

গৌতম কুমার দাস মহাশয় আমাদের জানান, এবারেও তারা জিতে আসার পর মুসলিমদের জন্য একটি গোরস্থান, উন্মুক্ত জায়গায় একটি সাংস্কৃতিক মঞ্চ বানাবেন যেখানে যে কোন মানুষ এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এছাড়াও তাদের ইচ্ছা আছে কিছু বাস টার্মিনাস এবং আধুনিক প্রতীক্ষালয় তৈরি করা। এছাড়া যে নতুন নতুন নগর বা পাড়া গড়ে উঠছে সেগুলিতে যাতে পানীয় জল ড্রেনেজ ব্যবস্থা, আলোর ব্যবস্থা সবকিছু ঠিকঠাক থাকে সেদিকে তারা নজর দেবেন।
গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়ে তিনি বলেন তাদের মধ্যে কোন গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তারা একসাথে পুরসভা পরিচালনা করেন এবং এবারও তাদের ১৭ জন প্রার্থী আছে আর তাদের কোনো নির্দল প্রার্থী নেই।

তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বললেন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছেন এবং বারুইপুরের মানুষের কাছে একটা সুন্দর পুরসভা উপহার দিতে চাইছেন। তার মতে এর আগেও তারা বারুইপুর বাসীর কাছে সুন্দর পুরসভা উপহার দিয়েছেন।  তবে এবারের পুরসভা আরো বেশী শক্তিশালী হবে এবং আরও ভালো কাজ করবে বলে তাঁর ধারণা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News