Flash News
    No Flash News Today..!!
Monday, November 10, 2025

"হাত বাড়ালেই বন্ধু আমি মানুষের পাশে"- বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায়

banner

journalist Name : Tamojoy Shrimany

#Exclusive Candid Interview:

বরানগর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জয়ন্ত রায় সাথে আলাপচারিতার মাধ্যমে আগামী ২৭শে ফেব্রুয়ারি বরানগর পুরভোটে তৃণমূল কংগ্রেস এর ফলাফল কি হতে চলেছে ও তাঁর রাজনীতি জীবন নিয়ে কিছু কথা জেনে নেওয়া হলো। ভোটযুদ্ধের প্রারম্ভে ব্যস্ততার মাঝেও তাঁর থেকে জানা গেল ওনার রাজনীতি জীবনের কাহিনী। এছাড়াও তিনি আমাদের জানালেন যে, তাঁর রাজনৈতিক জীবন শুরু ছাত্র অবস্থা থেকে, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কলেজ জীবনে তিনি রাজনীতির সাথে ওতপ্রোতভাবে যুক্ত হন, তার রাজনৈতিক জীবনে তিনি সিপিএম পার্টির অনেক অত্যাচার সহ্য করার পরও সেই জায়গা থেকে তিনি সরেননি। তিনি নানান কথার পাশাপাশি বলেন তাঁর প্রয়াত মা এবং বাবার দয়া এবং নিজের ধৈর্য্যর কারণে তিনি আজ বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান হতে পেরেছেন, তার সাথে সাথে তার দলীয় কর্মীদের সহযোগিতা ও অনস্বীকার্য। "জনসাধারণের নানা রকম অসুবিধায় তাদের পাশে থাকা ও তাদের সমস্যার সমাধান করে ও মানুষের পাশে থেকে আমি সন্তুষ্ট, হাত বাড়ালেই বন্ধু এই কথাতেও আমি বিশ্বাসী।"  জানা যায় কর্মজীবনে তিনি শিক্ষক ছিলেন তারপর তার রাজনীতিতে আসা কি ভাবে সে সম্বন্ধে তিনি বলেন, "আমি কর্মজীবনের শিক্ষক থাকলেও রাজনীতির সাথে আমি ওতপ্রোত ভাবে যুক্ত ছিলাম, তৎকালীন দিনের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস দলে যুক্ত হয়েছিলাম, তারপর ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়ে এখন বরানগর পৌরসভার ভাইস চেয়ারম্যান।"

২০২২ সালের চারটি পৌরসভা ভোট কেটে যাওয়ার পর সিপিআইএম ও কংগ্রেস এর আবার পুনরুত্থান ঘটছে, সেই প্রতিচ্ছবি কি বরানগর পৌরসভার দেখতে পাওয়া যাবে তার সম্বন্ধে তিনি বলেন, "তৃণমূল সবসময় চায় বিরোধীরা শক্তিশালী হয়ে বেঁচে থাকুক, কিন্তু যেসব বিরোধীদের রাজনৈতিক চরিত্র নেই তাদের সম্বন্ধে আমি কিছু বলতে চাই না।"
রেড ভলেন্টিয়ারদের দাবি কোভিডের সময় শাসকদলের থেকে তারা বেশি সক্রিয় ছিল, সেই সক্রিয়তার প্রভাব কি বরানগর পৌরসভা ভোটে দেখা যাবে? এই প্রসঙ্গে তিনি বলেন, "আমি কখনো রেড ভলেন্টিয়ার থেকে কাজ করতে দেখিনি, তারা সবাই বলে আমরা অনেক কাজ করেছি, তাই যদি হতো তবে গত ভোটের ফলাফল অনেকটাই আলাদা হতো। এবং বরানগরের রেড ভলেন্টিয়াররা কোভিডে মানুষকে সাহায্য করা ছাড়া কিছুই করেনি, অপরদিকে আমরা এবং আমাদের দলীয় কর্মীরা মানুষের পাশে থেকে তাদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসা থেকে শুরু করে নানারকম দ্রব্য পৌঁছে দেওয়া- এই সবই আমরা করেছি।"
বরানগর পৌরসভা ভোটে তার দল কতটা ভোটে জিতবে বা কতগুলি সিট পাবে সে প্রসঙ্গে তিনি বলেন, "বরানগরে সবকটি সিট আমরা পাব, তৃণমূল কংগ্রেস পাবে।"

বরানগর পৌরসভা ভোটে প্রার্থী তালিকা নিয়ে কিছু কিছু জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গেছে তা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "প্রার্থী তালিকা নিয়ে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের নেই, হ্যাঁ আমিও যদি টিকিট না পেতাম তবে আমি অল্প কষ্ট পেতাম কিন্তু সবার আগে দল, দল ঠিক করবে তাই ঠিক।"
এবারের ভোটে তিনি জয়ী হলে তিনি কোন কোন কাজের দিকে নজর দেবেন তা নিয়ে তিনি বলেন, "আমাদের এখানে বড় সমস্যা বলতে জলের সমস্যা আছে, তা ছাড়া আর  কোন সমস্যা আমাদের এখানে নেই। আর তার পাশাপাশি সৌন্দর্যায়ন ও আমাদের বরানগরকে স্মার্ট সিটি হিসেবে তৈরি করার ইচ্ছা আছে।"
সমস্ত কথা শেষে জানা গেল তিনি ভোটের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী এবার বাদবাকিটা শুধু সময়ের অপেক্ষা।

Tags:

#Source: online/Digital/Social Media News # Representative Image

Related News