দৈনন্দিন জীবনে প্রধান মাধ্যম হয়ে উঠেছে মেট্রো রেল, রইল ইতিবৃত্ত

banner

#Pravati Sangbad Digital Desk:

পরিবহন ব্যবস্থার আরও একটি উল্লেখযোগ্য মাধ্যম হল মেট্রো রেল। কম সময়ে, অনেক দূর যাতায়াত করতে হলে মেট্রো রেলের জুড়ি মেলা ভার। সম্ভবত ১৮৬৩ সালে লন্ডনে প্রথম মেট্রো রেল চালু করা হয়। এরপর বার্লিন, টোকিও, এথেন্সের মতো বিভিন্ন শহরে মেট্রো রেলের ব্যবস্থা চালু করা হয়। সারা বিশ্বে প্রায় ৫৬টি দেশে মেট্রো রেলের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া, বর্তমানে প্রতিনিয়ত মেট্রো রেলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে রয়েছে চিন, আমেরিকা, ভারত, জাপান, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, তুর্কি, ইতালি, ইরান, কানাডা, ইজিপ্ট, গ্রিস, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশের মতো এরম বিভিন্ন দেশে রয়েছে মেট্রো রেলের সুপরিবহন ব্যবস্থা। বিশ্বের সবচেয়ে বড় মেট্রো রেল হল দক্ষিণ কোরিয়া; যার দূরত্ব প্রায় ৯৮৭.৫ কিমি, চিনে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি মেট্রো রেলের লাইন এবং নিউইয়র্কে রয়েছে সবচেয়ে বেশি মেট্রো রেলস্টেশন। শুধু তাই নয়, মেট্রো রেলের ব্যাপারে ভারতও আর পিছিয়ে নেই। ১৯৮৪ সালে কলকাতায় চালু হওয়া মেট্রো ভারতের প্রথম এবং ২০০২ সালে দিল্লিতে চালু হওয়া মেট্রো দ্বিতীয় মেট্রো রেল পরিষেবা।
কলকাতা – শুধু কলকাতাতেই নয়, কলকাতার পাশাপাশি হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দ্রুত মেট্রো পরিবহন ব্যবস্থা। বর্তমানে কলকাতা মেট্রোয় মত ৩৩টি স্টেশন চালু রয়েছে এবং ৬০টিরও বেশি স্টেশন নির্মাণে কাজ চলছে।

দিল্লি - দিল্লির মেট্রো রেলপথ হল, ভারতের দ্বিতীয় মেট্রো রেল পরিষেবা আর শুধু তাই নয় এটি দেশের সবচাইতে বড় মেট্রো রেল নেটওয়ার্ক, যা প্রায় ২৩১ কিমি পর্যন্ত প্রশস্ত। এখানে রয়েছে ১৬০টি মেট্রো স্টেশন।
জয়পুর – রাজাস্থানের জয়পুর শহর, যা ‘গোলাপি শহর’ বা ‘পিঙ্ক সিটি’ নামেও পরিচিত। ২০১৫ সালের ৩রা জুন জয়পুরে মেট্রো রেল পরিষেবার সূচনা করা হয়। যা বর্তমানে ৯.৬৩কিমি পর্যন্ত পরিষেবা প্রদান করে। শুধু তাই নয় এটি ভারতের ষষ্ঠ মেট্রো রেল পরিষেবা হিসেবে পরিচিত।
চেন্নাই – ২০১৫ সালের ২৯শে জুলাই উদ্ভোধন করা হয় তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মেট্রো রেল পরিষেবা। যা ভারতের সপ্তম মেট্রো রেল পরিষেবা। এখানে প্রায় ৩২টি স্টেশন বর্তমান।
হায়দ্রাবাদ – ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও প্রধান শহর হায়দ্রাবাদে রয়েছে দ্রুত গনপরিবহন ব্যবস্থা। যার মধ্যে মেট্রো পরিষেবা অন্যতম। হায়দ্রাবাদে ২০১৩ সালে মেট্রো রেলের নির্মাণ চালু হলেও, ব্যবস্থাটি সম্পূর্ণরূপ পায় ২০১৭ সালের ২৯শে নভেম্বর।  

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Swarnalye Paul

Tags:

Related News