বিনা খরচে এবার অতিথিদের জন্য হোম – স্টে

banner

#Pravati Sangbad Digital Desk:

রাতেরবেলাতে অনেক সময়েই পথচলতি মানুষের নানান বিপদ - আপদ ঘটে, সেই সময় সাহায্যকারী মানুষজন পাওয়াও বেশ কঠিন হয়ে পড়ে। এই সমস্যার কথা ভেবেই মালদহ জেলার হবিবপুর এলাকার বাসিন্দা নিখিল রায় পথিকদের জন্য ফ্রিতে সরাইখানা তৈরি করেছেন। ইতিমধ্যেই তার এই অভিনব উদ্যোগের কথা পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসনের কর্তারা বেজায় খুশি তার এই জন - কল্যাণের কথা শুনে। 
হবিবপুরের বিডিও সুপ্রতিম সাহা এই অভিনব উদ্যোগের কথা শুনে বলেন, "একজন বৃদ্ধা যে এইভাবে জনমানবের কল্যাণের কথা ভেবে একটি উন্নয়নমূলক কাজ করবেন, তা আমরা কেউ কোনোদিনও ভাবতে পারিনি। তার এই কাজকে নিয়ে জেলাস্তরেও নানান আলোচনা হয়েছে, সকলেই বেশ সুখ্যাতি করছেন।"
উদ্যোগী নিখিল রায়কে এই কাজের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, "মালদহ শহর তেজে নালাগলা যাতায়াতের পথে আকতৈল গ্রাম পঞ্চায়েতের ১২ মাইল মোড়। রাত ৯টা পর্যন্ত নালাগোলা পর্যন্ত বাস চললেও ১২ মাইলে যারা নামেন, তাদের জন্য বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নিজেদের গ্রামে ফেরাটা মুশকিল হয়ে ওঠে। কারণ সেই সময় যানবাহনের খুবই সমস্যা দেখা যায়, এবং কাছেপিঠে কোনো হোটেল বা যাত্রীনিবাস নেই, ফলে বেশ সমস্যার সম্মুখীন হতে হয় পথযাত্রীদের।"

তিনি আরো বলেন, "এই সমস্যা আমাকে খুবই নাড়া দিয়েছিল, আমি অনেকেই এই সমস্যার কথা বলেছিলাম কিন্তু কেউ কোনো সাহায্যের হাত বাড়ায় নি। তাই নিজেই এগিয়ে এলাম। পথযাত্রীদের জন্য নিজেই বানালাম একটি জননিবাস। যাতে কোনরকম সমস্যার মুখোমুখি হতে না হয় যাত্রীদের। আমার বাড়িতেই আমার আর ছেলে - বৌমার ঘর বাদ দিয়ে আছে আরও একটি ঘর যেখানে অতিথিদের রাতে বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছি।  মানুষের জন্য এই শেষ বয়সে এসে কিছু করতে পেরে আমি ধন্য।"
হবিবপুরের বিডিও বলেছেন, "সরকারিভাবে ওই জায়গাতে একটি স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার চিন্তা ভাবনা করা হচ্ছে।"

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sayantika Biswas

Tags:

Related News