আজ থেকে শুরু হল কচিকাঁচাদের পাড়ায় শিক্ষালয়

banner

#Pravati Sangbad Desk :

প্রায় দুই বছর, সময়টা নেহাতই কম নয়, দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, কারণ কোভিড ১৯। ২০২০ সালের মার্চ মাস থেকে দেশে শুরু হয়েছিল লকডাউন, লক্ষ্য ছিল করোনা ভাইরাসকে হারানো, যার জেরে বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সরকারি বেসরকারি অফিস। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ার সাথে সাথেই উঠেছে লকডাউন, মানুষ ফিরতে শুরু করেছে চেনা ছন্দে, কিন্তু ছন্দে ফেরার পরেই বারবার হয়েছে ছন্দ পতন। অন্যান্য রাজ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একবার দুইবার খুললেও এই রাজ্যে খলেনি। অবশেষে ১৫ই নভেম্বর ২০২১ থেকে রাজ্যে শুরু হয়েছিল স্কুল তাও শুধু ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত, খুলেছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। কিন্তু মাত্র দেড় মাস মতো চলার পরেই ডিসেম্বরের শেষ দিক থেকে দেশে ফের আছড়ে পড়েছিল করোনার তৃতীয় ঢেউ ওমিক্রন, আবার তালা ঝুলেছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে।

অন্যদিকে শিশুদের মধ্যে অনেকেই ভুগছিল মানসিক অবসাদে, বিশেষজ্ঞরা দাবি করেছিলেন করোনা ঠেকানোর জন্য স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে কিছু হবে না, বরং সেই গুলি খুলে দেওয়াই ভালো, রাজ্যের সর্বত্র শুরু হয়েছিল বিক্ষোভ, আন্দোলন, উদ্দেশ্য ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা। অবশেষে ৩১শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যে ৩শরা ফেব্রুয়ারি থেকে খুলেছে স্কুল তবে তা ক্লাস ৮ থেকে ১২ পর্যন্ত, খুলেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়। তবে এবারে নতুন সংযোজন ছিল পাড়ায় শিক্ষালয়, শুধু মাত্র প্রাক প্রাথমিক থেকে ক্লাস ৭ এর পড়ুয়াদের জন্য। আজ সোমবার ৭ই ফেব্রুয়ারি সরকারি নির্দেশিকা মেনেই শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচী, তবে খানিকটা অনাড়ম্বরের সাথে। কারণ, কাল ৬ই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোকিল কণ্ঠি লতা মঙ্গেশকর, শোকস্তব্ধ সঙ্গীত জগত। এ যেন জীবন্ত সরস্বতী বিসর্জন। গোটা দেশ এখনও মেনে নিতে পারেনি তাঁর প্রয়ান, দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, সেই সাথে বাংলাতেও। অর্ধনমিত জাতীয় পতাকা। আর সেই কারনেই কোন রকম অনুষ্ঠান ছাড়া আজ থেকে শুরু হল পাড়ায় শিক্ষালয় কর্মসূচী।

উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই শুরু হয়েছে পাড়ায় শিক্ষালয়, খোলা মাঠে কিংবা গাছের নীচে, বিদ্যালয়ের ফাকা জায়গা, খেলার মাঠ, স্টেডিয়াম সকাল সকাল হাজির পড়ুয়ারা, কেও বাবা মার হাত ধরে কেও বা বন্ধুদের সাথে খেলতে খেলতে। কর্মসূচীর নাম দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের কথা মাথাই রেখে থাকছে শৌচাগার, জলের ব্যাবস্থা, যেখানে শৌচাগারের সুবিধা নেই সেখানে সরকারি অফিসের শৌচাগার ব্যাবহার করা যাবে। এদিন পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয়েছে মিড ডে মিলও। তবে অনেক অভিবাবকের বক্তব্য অবশ্য সরাসরি স্কুলে পঠন পাঠন শুরু হলেই ভালো হতো।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Sabyasachi Chatterjee

Tags:

Related News