বীরভূমের “বাদাম কাকু” এবার দাদাগিরির মঞ্চে

banner

#Pravati Sangbad Digital:

বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকর। তার গান, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে তিনি হয়ে উঠেছেন জনপ্রিয়। অন্ত্যন্ত গরীব পরিবার থেকে তিনি আজ জনপ্রিয় হয়েছেন সারা দেশে। পেটের টানে কাঁচা বাদাম বিক্রি করেন তিনি। আর সেই বাদাম বিক্রি করতে করতেই তিনি বেঁধেছেন এই অসাধারণ গান। ভোট প্রচারে, টিভির পর্দায় সর্বত্রই দেখা মিলেছে বাদাম কাকুর। দেশের বিভিন্ন জায়গায় যেমন তানজানিয়া, দাক্ষিণ আফ্রিকা সর্বত্রই ভুবন বাদ্যকরের গান পৌঁছে গিয়েছে। টলিউড থেকে বলিউড এর প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা তার গান শুনে ফেলেছেন। এবং সেই গানে তারা নাচ্ছেন। সেই ভুবন বাদ্যকর এবার আসছেন দাদাগিরির মঞ্চে, বাংলার দাদার সাথে দাদাগিরি করতে। তিনি সৌরভের জন্য আনছেন বিশেষ উপহার। তিনি বাংলার “দাদার” সাথে দেখা করতে পেরে দারুণ খুশি । আর তাই সৌরভের জন্য তিনি মিষ্টি ও কাঁচা বাদাম আর বাদাম চাক নিয়ে আসছেন দাদাগিরির মঞ্চে।

সুত্রের খবর অনুযায়ী, ৩০জানুয়ারি রোববার দাদাগিরির ক্রিয়েটিভ টিমের সদ্যস্যরা গিয়েছিলেন বীরভূমের দুবরাজপুরে। সেখানেই তারা ভুবন বাবুকে জানায় তাকে “দাদাগিরির মঞ্চে দাদার সামনে হাজির হতে হবে”। এই সুযোগ পেয়ে ভুবন বাবু খুব আনন্দিত। জানা গিয়েছে সোমবার ৩১শে জানুয়ারি,২০২২ এই পর্বের বিশেষ শুটিং চলবে। আগামী ১৯শে বা ২০ ফেব্রুয়ারি ভারতীয় চ্যানেল জি বাংলায় “কাঁচা বাদাম……” খ্যাত ভুবন বাদ্যকরের এই বিশেষ পর্বটি সম্প্রচারিত হবে। 
সংবাদ মাধ্যমের এক সাক্ষাৎকারে ভুবন বাবু জানিয়েছিলেন, তিনি কখনও কলকাতা দেখেননি। কলকাতায় আসার খুব ইচ্ছা তার। তার গান ভাইরাল হওয়ার পর থেকে অনেক ইউটিউবাররা তার সাথে ভিডিও করেছেন। তাছাড়া সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে গিয়েছেন। তিনি দুঃখের সাথে জানিয়েছিলেন, কেউ তার বাদাম কেনেন না, সবাই গান গাইতে বলে! সম্প্রতি ভুবন বাবু কলকাতায় এসে নিজের গান রেকর্ড করেছেন। তাকে সাহায্যের হাত বাড়িয়েছেন স্বয়ং কামারহাটির বিধায়ক মদন মিত্র তাদের দুই জনকে একসাথে গান করতেও দেখা গিয়েছে। সেই জার্নির গল্প শোনাবেন ভুবন। 
তিনি গানপ্রেমী মানুষ। তাই বাদাম বিক্রির মধ্যে দিয়ে ভুবন বাবু তার শিল্পীসত্ত্বাকে বাঁচিয়ে রাখতে চেয়েছেন। নিজের কথা ও সুর করেই নিজের গান গেয়েছিলেন। তবে “আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম” এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও তিনি অর্থকরী দিক থেকে লাভবান হননি তিনি। উল্টে তার আয় আরও কম হয়ে গিয়েছে। ভুবন বাবু বলেন, “আমাকে অনেক ব্যবহার করেছে। ব্লগারদের আত্যাচারে গলা বসে গিয়েছে। অসুস্থ হয়ে পড়েছি। একদিন বাদাম বিক্রি করতে গেলাম। কেউ কিনলই না। সবাই বলল কাকু আপনি তো ভাইরাল হয়ে গিয়েছেন। গান শোনান। তারপর থেকে আর বাদাম বিক্রি করতে পারিনি।” ভুবন বাদ্যকর তার জীবনের কথাই বলবেন মহারাজের কাছে। এখন শুধু দাদাগিরির মঞ্চে তাকে স্রেফ দেখবার সময়ের অপেক্ষা।

#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : Aditi Sarker

Tags:

Related News