'প্রজা-প্রজেশ্বর পরিকথা' ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম

banner

#Pravati Sangbad Digital Desk:

'প' বর্ণ দিয়ে শব্দ শুরু করে ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন ফরাক্কা ব্লকের আমতলা হাইস্কুলের বাংলার শিক্ষক শিক্ষক সঞ্জয় দাস। গত ১ লা জুন ২০২৩ তারিখে আসামের শিলচর থেকে প্রকাশিত 'গতি দৈনিক' পত্রিকায় ৩৭১ টি শব্দ সহযোগে সঞ্জয় দাসের লেখা 'প্রজা-প্রজেশ্বর পরিকথা' শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। 

সঞ্জয়বাবুর এই অভিনব সাহিত্য সৃষ্টির জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। প্রবন্ধটি প্রথম প্রকাশিত হয় চলতি বছরে ১ জুন আসামের শিলচর থেকে। শিলচরের বহুল প্রচলিত ‘গতি দৈনিক পত্রিকায়’ প্রবন্ধটি প্রকশিত হয়। আমতলা হাইস্কুলের শিক্ষক সঞ্জয়বাবুর বরাবর সাহিত্যের প্রতি টান রয়েছে। শিক্ষকতার পাশাপাশি সাহিত্য নিয়ে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন। সঞ্জয় বাবু বলেন, প্রবন্ধটি তিনি ইন্ডিয়া বুক রেকর্ডস কর্তৃপক্ষকে পাঠান। ২৭ আগস্ট থেকে রেকর্ড বইয়ে নামের জন্য প্রসেসিং শুরু হয়। ২৪ অক্টোবর রেকর্ড বুকে নাম তোলা বিষয়ে কনফার্ম করা হয়। ১৮ নভেম্বর সঞ্জয় বাবুর বাড়িতে শংসাপত্র, মেডেল প্রভৃতি আসে। যা নিয়ে এখন গর্বিত পরিবারের সদস্যরা।


#Source: online/Digital/Social Media News # Representative Image

Journalist Name : প্রিয়শ্রী

Related News